অনেকদিন ধরেই উচ্চমাধ্যমিক স্তরের সিলেবাস বদলের দাবি তোলা হচ্ছিল। সেই দাবি মেনে যে পাঠ্যক্রমে বদল আসতে চলেছে তার আঁচ মেলে আগেই। তবে এবার সিলেবাসের বদল সংক্রান্ত ঘোষণা করে দিলেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে সংসদ সভাপতি জানিয়েছেন, আগামী শিক্ষাবর্ষ থেকে আর্টস ও কমার্স বিভাগের সিলেবাসে পরিবর্তন আসছে।
গত শুক্রবার সংসদ সভাপতি জানিয়েছেন, ২০২৪ সালের মাধ্যমিকে বসা ছাত্রছাত্রীরা যাঁরা একাদশ শ্রেণীতে ভর্তি হবেন, তাঁরা নতুন পাঠ্যক্রমে পড়াশোনা করবেন। ইতিমধ্যে সায়েন্স বিভাগের সিলেবাসে পরিবর্তন আনা হয়েছে। পরের বছর থেকে আর্টস ও কমার্স বিভাগের ক্ষেত্রেও বদল আনা হবে। তবে এ বিষয়ে সংসদের তরফে জানানো হয়েছে যে, সিলেবাস আমূল পাল্টে যাবে না। হয়তো কিছু বিষয় পরিবর্তন করা হতে পারে। এর আগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আভাস দিয়েছিলেন যে, উচ্চমাধ্যমিক স্তরের আর্টস ও কমার্স বিভাগের পাঠ্যক্রমকে এমনভাবে গড়ে তোলা হচ্ছে যাতে ছাত্রছাত্রীরা লাভবান হন। তাঁদের ভবিষ্যতের কথা চিন্তা করেই এহেন বদল আনার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
আরও পড়ুনঃ পুজোর আগেই অ্যাকাউন্টে ঢুকবে ৮০ হাজার টাকা
সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-এর ধাঁচে উচ্চমাধ্যমিকের সায়েন্স পাঠ্যক্রমে বদল এসেছে। কমার্স ও আর্টস বিভাগের ক্ষেত্রেও সে পথে হাঁটবে বোর্ড। ভারতের সর্বভারতীয় পরীক্ষা গুলি যেহেতু সিবিএসই পাঠ্যক্রমের ভিত্তিতে হয়, তাই এই পরীক্ষাগুলিতে বসা পশ্চিমবঙ্গ বোর্ডের পড়ুয়ারা নানান সমস্যার সম্মুখীন হতেন। তাই সবদিক বিবেচনা করে এবার বদলের পথে হাঁটলো বোর্ড।