প্রকাশিত হল উচ্চমাধ্যমিক রেজাল্ট 2023: উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট এদিন 24 মে, বুধবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে। বেলা 12 টার সময় উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হল। প্রায় 58 দিনের মাথায় প্রকাশিত হলো উচ্চমাধ্যমিক রেজাল্ট 2023। এই নিবন্ধটিতে উচ্চমাধ্যমিক রেজাল্ট 2023 সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
উচ্চমাধ্যমিক রেজাল্ট check
এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় 8 লক্ষ 52 হাজারের বেশী। 2023 সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশের হার 89.25 শতাংশ। পাশ করা পরীক্ষার্থীরা পাশ সার্টিফিকেট এবং মার্কশিট এদিন মে মাসের 31 তারিখ, বুধবার নিজেদের স্কুলে পেতে পারেন। এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় 496 নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ বিদ্যালয়ের শিক্ষার্থী শুভ্রাংশু সরকার। প্রসঙ্গত, 2022 সালে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় 7 লক্ষ 45 হাজার এবং পরীক্ষায় পাশের হার ছিল 86.9 শতাংশ।
আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক পাশে দুর্দান্ত স্কলারশিপ
2023 সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল মার্চ মাসের 14 তারিখ থেকে এবং শেষ হয়েছিল মার্চ মাসের 27 তারিখে। প্রায় 58 দিনের মাথায় এদিন মে মাসের 24 তারিখ, বুধবার 2023 সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হলো। আর কিছুক্ষণের মধ্যেই 12:30 থেকে পরীক্ষার্থীরা অনলাইন পোর্টাল, এসএমএস এবং মোবাইল অ্যাপের মাধ্যমে নিজেদের রেজাল্ট চেক করতে পারবেন।