আবারও ২০২২ উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন পরিবর্তন করা হল। এই নিয়ে মোট দুবার পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন পরিবর্তন করা হল। কেন্দ্রীয় সরকারের জয়েন এন্ট্রান্স মেন পরীক্ষার জন্য গত ৭ মার্চ উচ্চমাধ্যমিক সংসদের তরফ থেকে ২০২২ উচ্চ মাধ্যমিক পরীক্ষার নতুন দিনক্ষণ প্রকাশ করা হয়েছিল। কিন্তু কেন্দ্রীয় সরকারের জয়েন্ট এন্ট্রান্স বোর্ড তাদের পরীক্ষার সূচি পরিবর্তন করায় আবারও উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন পরিবর্তন করার দরকার পড়লো।
যেখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে হাতে মাত্র ১ মাসেরও কম সময় বাকি, সেখানে দিন দিন রুটিন পরিবর্তনের ঘটনা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে। গোটা রাজ্য জুড়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে অধিকাংশ পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার নতুন রুটিন অনুযায়ী প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছেন। এদিন ১৭ মার্চ, বৃহস্পতিবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরিবর্তিত প্রকাশ করা হয়েছে। এক নজরে দেখে নিন নতুন রুটিন অনুযায়ী কোন কোন দিন কি কি পরীক্ষা হবে-
এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ২ এপ্রিল, শনিবার থেকে। ২ এপ্রিল, ৪ এপ্রিল, ৫ এপ্রিল পরীক্ষার কোন পরিবর্তন করা হয়নি। অর্থাৎ এইসব দিনগুলিতে যেসব পরীক্ষা হওয়ার কথা ছিল তা নির্ধারিত দিনে হবে। তবে ৬ এপ্রিল, ৮ এপ্রিল, ৯ এপ্রিল, ১১ এপ্রিল, ১৩ এপ্রিল, ১৮ এপ্রিল, ২৫ এপ্রিল ও ২৬ এপ্রিল দিনগুলির পরীক্ষা পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ এই সব দিন গুলিতে যেসব পরীক্ষা হওয়ার কথা ছিল তা পরিবর্তিত নতুন দিনে হবে।
১৬ এপ্রিল, শনিবার পরীক্ষা হবে গণিত, সাইকোলজি, অ্যানথ্রোপলজি, এগ্রোনোমি, ইতিহাস।
১৮ এপ্রিল, সোমবার পরীক্ষা হবে ইকোনমিক্স।
১৯ এপ্রিল, মঙ্গলবার পরীক্ষা হবে কম্পিউটার সাইন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিকাল এডুকেশন, মিউজিক, ভিজুয়াল আর্টস।
২০ এপ্রিল, বুধবার পরীক্ষা হবে কমার্শিয়াল ল এবং প্রিলিমিনারিজ অফ অডিটিং, ফিলোজফি, সোসিওলজি।
২২ এপ্রিল, শুক্রবার পরীক্ষা হবে পদার্থবিদ্যা, পুষ্টিবিদ্যা, এডুকেশন, একাউন্টান্সি।
২৩ এপ্রিল, শনিবার পরীক্ষা হবে স্ট্যাটিসটিকস, ভূগোল, কস্টিং এবং ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট এবং ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট।
২৬ এপ্রিল, মঙ্গলবার পরীক্ষা হবে রসায়নবিদ্যা, জার্নালিজমস এবং মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্শিয়ান, আরবিক, ফ্রেঞ্চ।
২৭ এপ্রিল, বুধবার পরীক্ষা হবে বায়োলজিক্যাল সাইন্স, বিজনেস স্টাডিজ, পলিটিক্যাল সাইন্স।
উচ্চ মাধ্যমিক রুটিন 2023 | |
তারিখ | বিষয় |
14 মার্চ, 2023 (মঙ্গলবার) | বাংলা(A), ইংলিশ(A), হিন্দি (A), নেপালি (A), উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলেগু, গুজরাটি, পাঞ্জাবি |
16 মার্চ, 2023 (বৃহস্পতিবার) | ইংলিশ (B), বাংলা (B), হিন্দি(B), নেপালি(B), অল্টারনেটিভ ইংলিশ |
17 মার্চ, 2023 (শুক্রবার) | হেলথকেয়ার, অটোমোবাইল, অরগানাইজড রিটেইলিং, সিকিউরিটি, আই টি এবং আই.টি.ই.এস, ইলেক্ট্রনিক্স, ট্যুরিজিম, হসপিটালিটি, পাম্বলিং, কন্সট্রাকশন, ভোকেশনাল সাবজেক্ট |
18 মার্চ, 2023 (শনিবার) | বায়োলজিক্যাল সাইন্স, বিজনেস স্টাডিজ, পলিটিক্যাল সাইন্স |
20 মার্চ, 2023 (সোমবার) | গণিত, সাইকোলজি, অ্যানথ্রোপলজি, এগ্রোনোমি, ইতিহাস। |
21 মার্চ, 2023 (মঙ্গলবার) | কম্পিউটার সাইন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিকাল এডুকেশন, মিউজিক, ভিজুয়াল আর্টস |
22 মার্চ, 2023 (বুধবার) | কমার্শিয়াল ল এবং প্রিলিমিনারিজ অফ অডিটিং, ফিলোজফি, সোসিওলজি |
23 মার্চ, 2023 (বৃহস্পতিবার) | পদার্থবিদ্যা, পুষ্টিবিদ্যা, এডুকেশন, একাউন্টান্সি |
24 মার্চ, 2023 (শুক্রবার) | ইকোনমিক্স |
25 মার্চ, 2023 (শনিবার) | রসায়নবিদ্যা, জার্নালিজমস এবং মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্শিয়ান, আরবিক, ফ্রেঞ্চ |
27 মার্চ, 2023 (সোমবার) | স্ট্যাটিসটিকস, ভূগোল, কস্টিং এবং ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট এবং ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট |