পড়ুয়াদের উন্নতিকল্পে একাধিক প্রকল্প এনেছে সরকার। শিক্ষার্থীদের পড়াশোনায় যাতে কোনও সমস্যা না হয় তার জন্য নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। মেধা স্কলারশিপ, দরিদ্র ও অনগ্রসর পড়ুয়াদের জন্য স্কলারশিপ, কন্যাশ্রী, যুবশ্রী প্রকল্প-সহ নানান সমাজ উন্নয়নকারী প্রকল্প চালু হয়েছে রাজ্যে। তবে এসবের মাঝেই একটি বড় ঘোষণা করল সরকার। রাজ্যের পড়ুয়াদের দশ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে।
সূত্রের খবর, ২০২১ সালে শুরু হওয়া তরুণের স্বপ্ন প্রকল্পের অধীনে এই বন্দোবস্ত হয়েছে। পড়ুয়ারা যাতে প্রযুক্তির সাহায্যে নিজেদের পড়াশোনায় আরও উন্নতি করতে পারে তার জন্যই এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর তার জন্য শীঘ্রই পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে দশ হাজার টাকা। তবে এই অর্থ সাহায্য পেতে হলে বেশ কিছু শর্ত মানতে হবে। যেমন, পড়ুয়ার বার্ষিক পারিবারিক আয় হতে হবে ২,০০,০০০/- টাকার নীচে ও সেই পড়ুয়াকে হতে হবে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী।
আরও পড়ুনঃ গ্রামীণ ডাক সেবক পদের রেজাল্ট প্রকাশিত হলো
এই প্রকল্পে আবেদন আলাদা করে জানানো যায় না। প্রতিটি স্কুলের তরফেই অনুদানের উপযুক্ত ছাত্রছাত্রীদের বাছাই করা হয় ও তাঁদের বিবরণ নথিভুক্ত করা হয়। নির্বাচিত ছাত্রছাত্রীরা সরকারি তরফে দশ হাজার টাকার অনুদান পাবেন যা দিয়ে মোবাইল, ট্যাবলেট ইত্যাদি ক্রয় করতে পারবেন। প্রসঙ্গত, কোভিড পরিস্থিতির সময় থেকে চালু হওয়া ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পটি যথেষ্ট জনপ্রিয় হয়েছে রাজ্যে। প্রতি বছর এই প্রকল্পের হাত ধরে অর্থ সাহায্য পান হাজার হাজার পড়ুয়া।