পশ্চিমবঙ্গ রাজ্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন সংসদ এর পক্ষ থেকে উচ্চ মাধ্যমিকের বৃত্তিমূলক পরীক্ষার রুটিন প্রকাশিত হলো। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা সংসদের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন এবং এডমিট কার্ড দেওয়ার তারিখ ঘোষণা করে দেওয়া হয়েছে। এবারে কারিগরি ও বৃত্তিমূলক পরীক্ষাগুলির তারিখ প্রকাশ্যে এলো ছাত্রছাত্রীদের জন্য। এখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার থেকে উচ্চ মাধ্যমিক কারিগরি ও বৃত্তিমূলক পরীক্ষার তারিখ কিছুটা এগিয়ে এসেছে। এই বিষয়ে অবশ্যই ছাত্র-ছাত্রীরা বিস্তারিত জেনে নেবেন।
ডব্লিউবিএসসিটিভিইএসডি বা পশ্চিমবঙ্গ রাজ্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন সংসদ এর পক্ষ থেকে জানানো হয়েছে যে কারিগরি এবং বৃত্তিমূলক উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে মার্চ মাসের ৩ তারিখ থেকে যা শেষ হবে ওই মাসের ১৭ তারিখে। প্রতিদিন সকাল ১০ টা থেকে দুপুর ১ টা ১৫ মিনিট পর্যন্ত থিওরি পরীক্ষা হবে। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, এগ্রিকালচার, হোম সায়েন্স, হেলথ কেয়ার সায়েন্স এবং বিজ়নেস অ্যান্ড কমার্স -এই পাঁচটি শাখার থিওরি পরীক্ষাগুলি ওইদিন থেকে শুরু হয়ে যাচ্ছে।
ছাত্র-ছাত্রীদের জন্য সম্পূর্ণ পরীক্ষার রুটিন নিচে উল্লেখ করা হলো-
- ০৩/০৩/২০২৫ (সোমবার)- বাংলা
- ০৪/০৩/২০২৪ (মঙ্গলবার)- ইংরেজি
- ০৫/০৩/২০২৫ (বুধবার)- পরিবেশ বিদ্যা বা EVS
- ০৬/০৩/২০২৫ (বৃহস্পতিবার) থেকে ভোকেশনাল পেপার এবং অ্যাকাডেমিক ইলেক্টিভ বিষয়ের পরীক্ষাগুলি শুরু হয়ে যাবে।
- ১০/০৩/২০২৫ (সোমবার)- ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, এগ্রিকালচার শাখার ভোকেশনাল পেপার এবং বিজ়নেস অ্যান্ড কমার্স শাখার অ্যাকাডেমিক ইলেক্টিভ বিষয়ের পরীক্ষাগুলি একই দিনে দুটি অর্ধে নেওয়া হবে।
১০ তারিখ প্রথমার্ধে অর্থাৎ সকাল ১০টা থেকে দুপুর ১২টা ১৫ পর্যন্ত ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি পরীক্ষা আয়োজিত হতে চলেছে। অপরদিকে এই পরীক্ষা শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে দুপুর ২টো থেকে বিকেল ৪টে ১৫ পর্যন্ত এগ্রিকালচার শাখার ভোকেশনাল পেপারের পরীক্ষা নেওয়া হবে। এছাড়াও বিজনেস অ্যান্ড কমার্স শাখার অ্যাকাডেমিক ইলেক্টিভ বিষয়ের পরীক্ষাটি আয়োজিত হতে চলেছে ওই দিন সকাল ১০ টা থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত।
আরও পড়ুনঃ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে স্কলারশিপের খবর
সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রতিটি ছাত্র-ছাত্রীকে প্রথম ১৫ মিনিট প্রশ্নপত্র দেখে ভালোভাবে বুঝে নেওয়ার জন্য সময় দেওয়া হবে। এর পাশাপাশি রেগুলার ছাত্র-ছাত্রীদের সঙ্গে ক্যাজুয়াল ছাত্র-ছাত্রীরা ও একসাথে পরীক্ষা দিতে পারবে বলে সংসদের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে।