এক নজরে
মুখ্যমন্ত্রীর ঘোষণার পর রাজ্যে সরকারি ভাবে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের প্রস্তুতি শুরু হয়ে গেছে। এই পদগুলিতে কর্মী নিয়োগের জন্য ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। কয়েক মাস আগে হুগলি, মাদলা, আলিপুরদুয়ার ইত্যাদি জেলাগুলিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর সম্প্রতি বাঁকুড়া এবং উত্তর ২৪ পরগণা জেলা থেকে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের পরেই জেলা জুড়ে হাজার হাজার চাকরিপ্রার্থী নিজেদের আবেদন জমা করছেন।
অঙ্গনওয়াড়ি কর্মী পরীক্ষার বেস্ট গাইড বুক
কয়েক হাজার চাকরিপ্রার্থীর মধ্যে আপনার জায়গা সুনিশ্চিত করার জন্য চাই সঠিক প্রস্তুতি। আর সঠিক প্রস্তুতি মানেই সেরা গাইড বই থেকে প্রস্তুতি নেওয়া। যে বই থেকে প্রস্তুতি গ্রহণ করলে এক চান্সেই পরীক্ষায় পাশ করা যাবে। আজকের প্রতিবেদনে এমনই একটি দুর্দান্ত গাইড বুকের বিবরণ দেওয়া হল, যা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার প্রস্তুতির জন্য একদম পারফেক্ট।
West Bengal ICDS Karmi Guide Book 2024
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ জেলা স্তরের একটি নিয়োগ হওয়ার কারণে এই পরীক্ষার প্রস্তুতির জন্য অনেক বই বাজারে আছে। বিগত কয়েক বছর ধরে সেই বইগুলির স্টাডি ম্যাটেরিয়াল, প্রশ্নোত্তর কন্টেট একই আছে। তবে আপনি যদি সত্যি পরীক্ষায় সফল হতে চান তাহলে আপনাকে বেছে নিতে হবে এমন একটি বই যা সাম্প্রতিক সময়ের আপডেটেড স্টাডি ম্যাটেরিয়াল এবং কন্টেন্ট দিয়ে সাজানো। এমন একটি সুলভ বই হল Exam Bangla Publication থেকে প্রকাশিত ‘অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা গাইড বুক’। বইটি গুণগত মানে সবচেয়ে সেরা এবং চাকরিপ্রার্থীদের প্রথম পছন্দ হওয়ার জন্য একদম পারফেক্ট।
চাকরির খবরঃ এইট পাশে গ্রুপ- ডি কর্মী নিয়োগ
এই বইটি কেন পড়বেন?
➤ প্রথমত প্রত্যেক পরীক্ষার্থীকে বুঝতে হবে যে বিগত ৫ – ৭ বছর আগের তুলনায় গত ২ – ৩ বছরে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের পরীক্ষার সিলেবাস এবং পরীক্ষা পদ্ধতিতে আমূল পরিবর্তন এসেছে। এই বইটি বিগত ২ – ৩ বছরে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ পরীক্ষার একাধিক প্রশ্নপত্রকে বিশ্লেষণ করে তৈরী করা হয়েছে।
➤ বইটি তৈরির ক্ষেত্রে নতুন পরীক্ষা পদ্ধতির সিলেবাস অনুকরণ করা হয়েছে।
➤ বিগত বছরের প্রশ্নপত্রকে বিশ্লেষণ করে পরীক্ষায় এসেছে এমন বিষয়গুলিকে বেশি গুরুত্ত্ব দেওয়া হয়েছে।
➤ অধ্যায় ভিত্তিক ভাবে প্রতিটি বিষয়কে সুন্দরভাবে সাজানো হয়েছে এই বইতে।
➤ ইন্টারভিউ রাউন্ডে জিজ্ঞাসা করা হয় এমন প্রয়োজনীয় টপিক অন্তর্ভুক্ত করা হয়েছে।
➤ বইটিতে রয়েছে ১) বাংলা প্রবন্ধ ২) ইংরেজি গ্রামার ৩) গণিত ৪) কারেন্ট অ্যাফেয়ার্স ৫) জেনারেল নলেজ সম্পর্কে বিস্তারিত বিবরণ। পাশাপাশি রয়েছে ৬) পরিবেশ ৭) স্বাস্থ্য ৮) গ্রাম পঞ্চায়েত ৯) অঙ্গনওয়াড়ি ও পুষ্টি বিজ্ঞান সম্পর্কিত তথ্য।
➤ উত্তর সহ সবচেয়ে সাম্প্রতিক সময়ের বিগত বছরের প্রশ্নপত্র দেওয়া হয়েছে এই বইতে।
➤ সহজ, সরল ভাবে প্রতিটি বিষয় সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে যাতে পরীক্ষার্থীদের বিষয়বস্তু বুঝতে কোনও অসুবিধে না হয়।
অঙ্গনওয়াড়ি নিয়োগ পরীক্ষার সিলেবাস ২০২৪
রাজ্যে অঙ্গনওয়াড়ির নিয়োগে ৯০ নম্বরের লিখিত পরীক্ষা ও বাকি ১০ নম্বরের ইন্টারভিউ নেওয়া হয়। পরীক্ষায় যে বিষয়গুলি থেকে প্রশ্ন আসে সেগুলি হল:
➲ প্রবন্ধ রচনা (১৫ নম্বর)
➲ পাটিগণিত (২০ নম্বর)
➲ পুষ্টি, জনস্বাস্থ্য ও মহিলাদের অবস্থা (১৫ নম্বর)
➲ ইংরেজি (২০ নম্বর)
➲ সাধারণ জ্ঞান (২০ নম্বর)
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের পরীক্ষায় ভালো ফল পেতে আজকেই বইটি সংগ্রহ করুন। বইটি Amazon, Flipkart থেকে অর্ডার করতে পারেন অথবা নিকটবর্তী বুক স্টলে বইটির ছবি দেখিয়ে আজকেই অর্ডার করুন।
নতুন নিয়ম অনুযায়ী অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে আবেদন জানানোর জন্য আবেদনকারীকে নূন্যতম উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। আগ্রহী আবেদনকারীদের বয়স নূন্যতম ১৮ থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে। বর্তমানে একধিক জেলা থেকে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি বাকি জেলাগুলি থেকেও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।