শিক্ষার খবর

WBJEE 2023: চূড়ান্ত নিরাপত্তায় নির্বিঘ্নে সম্পন্ন হলো রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা

Advertisement

নির্বিঘ্নে আয়োজিত হলো পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (WBJEE) 2023। ৩০শে এপ্রিল রবিবার সকাল থেকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে জয়েন্টের পরীক্ষায় বসেন প্রায় ১ লক্ষ ২৫ হাজার পরীক্ষার্থী। প্রায় ৩০৬ টি কেন্দ্রে নেওয়া হয়েছে পরীক্ষা। প্রতিবেশী রাজ্য অসম ও ত্রিপুরার পরীক্ষা কেন্দ্রেও পরীক্ষায় বসেন প্রার্থীরা। কড়া নিরাপত্তায় ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষার আয়োজন করেছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।

রবিবার মোট দুটি পর্যায়ে নেওয়া হয়েছিল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। সকাল ১১টা থেকে শুরু হয়ে তা চলে বিকেল ৪টে পর্যন্ত। যার মধ্যে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নেওয়া হয়েছে অঙ্ক পরীক্ষা আর দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত হয়েছে ফিজিক্স ও কেমিস্ট্রি পরীক্ষা। পরীক্ষা চলাকালীন কল্যাণী বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ চলে যাওয়ায় কিছুটা সমস্যায় পড়েন পরীক্ষার্থীরা। প্রসঙ্গত, এর আগে জানা গিয়েছিল, নিয়োগ দুর্নীতির আবহে যেভাবে ঘোরালো রাজ্যের পরিস্থিতি সেখানে বাড়তি সতর্কতা জারি হচ্ছে জয়েন্টের পরীক্ষায়। ওএমআর শিটে বিশেষ প্রযুক্তি ব্যবহারের ঘোষণা করে বোর্ড। যার দ্বারা নকল করা সম্ভব হবেনা পরীক্ষার উত্তরপত্র। ওএমআর শিট টেম্পারিংয়ের ঘটনা আটকাতে এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

আরও পড়ুনঃ মাধ্যমিক পাশে চাকরির বিরাট সুযোগ

প্রতিটি পরীক্ষা কেন্দ্রে বসানো হয়েছিল হ্যান্ড মেটাল ডিটেক্টর। যে কোনো ইলেকট্রনিক্স যন্ত্র নিয়ে কেন্দ্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। প্রথমবারের জন্য এই সিদ্ধান্ত নেয় জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। মেটাল ডিটেক্টরের পাশাপাশি ফ্রিকোয়েন্সি ডিটেকটর বসানো হয়েছিল পরীক্ষা কেন্দ্রগুলিতে। বাইরের রাজ্যের পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশেষ ট্রেন পরিষেবা দেয় রেলওয়ে বোর্ড। পরীক্ষার দিন পরিবহণ ব্যবস্থার দিকেও দেওয়া হয় বাড়তি নজর। সবমিলিয়ে সুষ্ঠু ভাবে পরীক্ষা পরিচালনায় প্রথম থেকেই তৎপরতা গ্রহণ করা হয়েছিল।

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা

Related Articles