আজ ১৭ জুন শুক্রবার প্রকাশিত হলো জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের ফলাফল (WBJEE Results 2022)। চলতি বছরের ৩০ এপ্রিল ২০২২ তারিখ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের পরিক্ষা হয়েছিল অফলাইনে। পরিক্ষার ৪৮ দিনের মাথায় প্রকাশিত হলো ফলাফল।
এবছর পরিক্ষার্থীর সংখ্যা ১ লক্ষ ২ হাজারের কাছাকাছি। গত বছরের তুলনায় ২০ শতাংশ বেশি। এদের মধ্যে রাজ্যের পরিক্ষার্থীর সংখ্যা ছিল ৬২ হাজার ৯২৭ জন। পরীক্ষায় সফল হয়েছেন ৮০ হাজার ১৩২ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে উচ্চমাধ্যমিক সংসদের ৪১ হাজার ৮৩৯ জন। রাজ্যে জেলা ফলের নিরিখে সবচেয়ে ভালো ফল করেছে উত্তর ২৪ পরগনা। দ্বিতীয় স্থানে কলকাতা, তৃতীয় স্থানে পশ্চিম মেদিনীপুর, চতুর্থ স্থান পূর্ব মেদিনীপুর।
আরও পড়ুনঃ এই স্কলারশিপে প্রতি মাসে ২৫০০ টাকা পাবেন
রাজ্যে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ফল প্রকাশের পর আজ ৪৮ দিনের মাথায় প্রকাশিত হলো জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের ফলাফল। প্রথম ও দ্বিতীয় উভয়ের নাম হিমাংশু। মেধাতালিকায় প্রথম ১০ জনের মধ্যে, ৬ জন সিবিএসই বোর্ডের। এবং ২ জন আইসিএসই বোর্ডের ও ২ জন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের। প্রথম যিনি হয়েছেন হিমাংশু শেখর ব্যারাকপুর সেন্ট্রাল মডার্ন স্কুলের ছাত্র। দ্বিতীয় যিনি হয়েছেন হিমাংশু শেখর শিলিগুড়ি নির্মল বিদ্যা জ্যোতিস্কুলের ছাত্র। তৃতীয় যিনি হয়েছেন ফিউচার ফাউন্ডেশন স্কুলের সপ্তর্ষি মুখোপাধ্যায়।
আরও পড়ুনঃ বিকাশ ভবন স্কলারশিপ ২০২২ আবেদন করুন
এবার পাশে হার ৯৮.৫ শতাংশ। বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা জানিয়েছেন, ১৫ আগস্টের পর সিট মাট্রিক্স মিলবে, আগস্টের তৃতীয় সপ্তাহের শুরু হতে পারে কাউন্সিলিংয়ের রেজিস্ট্রেশন এবং সেপ্টেম্বরে শেষের দিকে কাউন্সিলিংয়ের তিনটি ধাপ সম্পন্ন হবে। মূলত জয়েন এন্ট্রান্স পরীক্ষা ফলের ভিত্তিতে রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার, ফার্মাসির ডিগ্ৰী ভর্তি হওয়া যাবে।