পশ্চিমবঙ্গের সমস্ত মহিলাদের জন্য বিরাট সুখবর দিল রাজ্য সরকার। বিগত কয়েক বছর ধরে রাজ্য সরকার মারফত ‘লক্ষী ভাণ্ডার’ ভাতা পাচ্ছেন রাজ্যের মহিলারা। রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে এতদিন মাসিক ৫০০ টাকা ভাতা পেতেন তাঁরা। প্রতি মাসে নিয়ম মাফিক ব্যাঙ্ক একাউন্টে এই টাকা পেয়ে আসছেন মহিলারা। তবে এবার এই প্রকল্পে ভাতার পরিমাণ বাড়াতে চলেছে রাজ্য সরকার।
এদিন বৃহস্পতিবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ করার সময় এমনটাই জানালেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাজেট পেশ করতে গিয়ে তিনি জানালেন ‘লক্ষী ভাণ্ডার’ প্রকল্পে এতদিন ধরে দুটি শ্রেণীতে এই আর্থিক সাহায্য পেতেন রাজ্যের মহিলারা। তপশিলি জাতিভুক্ত মহিলারা পেতেন ১০০০ টাকা এবং অন্যান্য শ্রেণীর মহিলারা পেতেন ৫০০ টাকা। এই টাকার পরিমাণ এবার বাড়ানো হল। এবার থেকে তপশিলি জাতিভুক্ত মহিলারা এই প্রকল্পের আওতায় মাসিক ১২০০ টাকা আর্থিক সাহায্য পাবেন। পাশাপাশি সাধারণ শ্রেণীভুক্ত মহিলারা এবার থেকে এই প্রকল্পে ১০০০ টাকা আর্থিক সাহায্য পাবেন।
আরও পড়ুনঃ রাজ্যের লেডি কনস্টেবল নিয়োগে এবার বিরাট ছাড়
এরই পাশাপাশি এদিন রাজ্য বাজেট পেশ করার সময় রাজ্যের মৎস্যজীবীদের জন্য ‘সমুদ্র সাথী’ প্রকল্প চালুর কথা জানালেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য। সেইসঙ্গে রাজ্যে নতুন ‘কর্মশ্রী’ প্রকল্পের কথাও জানালেন তিনি। যার মাধ্যমে রাজ্যের জব কার্ড হোল্ডারদের বার্ষিক ৫০ দিনের কর্ম নিশ্চয়তা দেওয়া হবে। মন্ত্রী আরও জানিয়েছেন, আগামী মে মাস থেকে এই সমস্ত প্রকল্প চালু হবে। অর্থাৎ আগামী মে মাস থেকে এই সমস্ত প্রকল্পের সুবিধা পাবেন রাজ্যবাসী।