চাকরির পরীক্ষায় পাশ করা যে কোনও চাকরিপ্রার্থীদের জন্য একটি বড় স্বপ্ন। সেই স্বপ্ন পূরণের তাগিদে চাকরিপ্রার্থীরা নিয়মিত পড়াশোনা করেন এবং কখন কোথায় কী নিয়োগ বিজ্ঞপ্তি বেরোচ্ছে সেই সম্পর্কে যাবতীয় তথ্য জেনে রাখেন। আসলে নিয়মিত ভাবে চাকরির পরীক্ষায় বসতে বসতেই চাকরিপ্রার্থীদের মধ্যে কেউ সফল হন আবার কেউ অভিজ্ঞ হন। এই অভিজ্ঞতাই একজনকে পরবর্তী পরীক্ষায় সফল হতে সাহায্য করে। বর্তমানে বেশ কতকগুলি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার মধ্যে এখনও কতগুলি চাকরির ফর্ম ফিলাপ চলছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক কী কী চাকরির ফর্ম ফিলাপ চলছে?
ব্যাংকে ক্লার্ক পদে ফর্ম ফিলাপ চলেছ
স্টেট ব্যাঙ্কে জুনিয়র অ্যাসোসিয়েট পদে নিয়োগ করা হবে। প্রায় ১৩ হাজার ৭৩৫টি শূন্যপদ রয়েছে এখানে, যার মধ্যে থেকে পশ্চিমবঙ্গ রাজ্য থেকে ১২৫৪ জন যোগ্য চাকরিপ্রার্থীকে নিয়োগ করা হবে। ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকলেই আবেদন করা যাবে। উল্লেখ্য আবেদনকারীদের বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। অনলাইনে আবেদন করা যাবে ১৭ ডিসেম্বর ২০২৪ থেকে ৭ ই জানুয়ারি ২০২৫ পর্যন্ত।
Apply Now for this Job
ভারতীয় রেলে নিয়োগ
সাইন্টিফিক সুপারভাইজার থেকে শুরু করে লাইব্রেরিয়ান, জুনিয়র ট্রান্সলেটর থেকে শুরু করে সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর ইত্যাদি একাধিক পদে নিয়োগ করবে রেল। মোট শূন্য পদের সংখ্যা ১০৩৬। ন্যূনতম ১৮ বছর বয়স থেকে সর্বোচ্চ ৪৮ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে। ২০২৫ এর জানুয়ারি মাসের ১ তারিখ থেকে ফর্ম ফিলাপ শুরু হবে, ফর্ম ফিলাপ চলবে ৬/০২/২০২৫ পর্যন্ত।
Apply Now for this Job
প্রাইভেট স্কুলে শিক্ষক নিয়োগ
পূর্ব মেদিনীপুর জেলার রামকৃষ্ণ শিক্ষামন্দির হাই স্কুলে সহ শিক্ষকের ৩টি পদে অর্থাৎ ইংরেজি, ভূগোল ও রেসিডেন্সিয়াল সাবজেক্ট টিচার পদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যথাক্রমে ইংরেজি, ভূগোলে অনার্স অথবা মাস্টার ডিগ্রীর সঙ্গে বিএড আর রেসিডেন্সিয়াল সাবজেক্ট টিচার পদের জন্য পিওর সায়ন্সের বিএসসি ডিগ্রি থাকতে হবে, তবে এই পদটি কেবলমাত্র পুরুষ প্রার্থীদের জন্য নির্দিষ্ট। ৪০ বছর বয়স পর্যন্ত এক্ষেত্রে আবেদন করা যাবে। আবেদনের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার যাবতীয় ডকুমেন্ট নিয়ে স্কুলের অফিসে জমা করতে হবে ২০/১২/২০২৪ এর মধ্যে।
Apply Now for this Job
জলপাইগুড়ি জেলায় সরকারি হোস্টেলে নিয়োগ
জলপাইগুড়ি জেলায় সরকারি হোস্টেলে গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে ওয়ার্ডেন, নাইটগার্ড ও সুইপার পদে নিয়োগ করা হবে। তবে একমাত্র সুইপার পদের ক্ষেত্রেই মহিলা ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। ওয়ার্ডেন ও নাইটগার্ড পদে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন। ২৪ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।
Apply Now for this Job
পশ্চিমবঙ্গ সরকারের জব ফেয়ার ২০২৫
নতুন বছরের জানুয়ারি মাসের ৩-৭ তারিখ পর্যন্ত পার্ক সার্কাসের নিকটে কলকাতা ময়দানে এই জব ফেয়ার হবে। ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতা ও ১৮ বছর বয়স হয়ে থাকলেই এক্ষেত্রে আবেদন করা যাবে। ৯ ই ডিসেম্বর থেকে আগামী ২০ এ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের অফিশিয়াল ওয়েবসাইটে Application for Milan Utsav 2025 Events এ ক্লিক করবার পরেই apply for job fair 2025 পেজে ক্লিক করে যাবতীয় নথিপত্র দিয়ে আবেদন করতে হবে। এক্ষেত্রে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই নিয়োগ হবে।
Apply Now for this Job
ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে নিয়োগ
ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে। ন্যূনতম স্নাতক পাশ ও কম্পিউটারের ডিগ্রি থাকলেই এক্ষেত্রে আবেদন করা যাবে। তবে প্রার্থীদের অবশ্যই ২-৩ বছর কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স হতে হবে ২১-৪০ এর মধ্যে।
Apply Now for this Job
কলকাতা মেট্রো রেলে নিয়োগ
কলকাতা মেট্রো রেল অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করছে। এরজন্য প্রার্থীদের মাধ্যমিক পাশ ও আই টি আই পাশ থাকতে হবে। এক্ষেত্রে কোনোরকম লিখিত পরীক্ষা হবে না। মাধ্যমিকের নম্বর ও আইটিআইয়ের নম্বর যুক্ত করে একটি গড় নম্বর বের করে ওই গড় নম্বর অনুযায়ী মেরিট লিস্ট তৈরি করা হবে। ২৩ শে ডিসেম্বর -২২ শে জানুয়ারি ২০২৫ পর্যন্ত আবেদন করা যাবে।
Apply Now for this Job
রাজ্যের স্কুলে পিজিটি টিজিটি শিক্ষক নিয়োগ
মেদিনীপুরের বিদ্যাসাগর শিশু নিকেতন স্কুলে পিজিটি ও টিজিটি শিক্ষক নিয়োগ করা হবে। পিজিটি শিক্ষকের জন্য কেমিস্ট্রিতে মাস্টার ডিগ্রি ও বিএড থাকতে হবে আর টিজিটি শিক্ষকের জন্য তিন বছরের সায়েন্স গ্রাজুয়েশন ডিগ্রি ও বি এড থাকতে হবে। এছাড়া আবেদনকারী প্রার্থীকে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের হতে হবে।
Apply Now for this Job
ঝাড়গ্রাম জেলা দপ্তরে গ্রুপ সি কর্মী নিয়োগ
অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য উচ্চ মাধ্যমিক পাশ ও কাজের যোগ্যতা সম্পন্ন প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। সোশ্যাল ওয়ার্কার পদের জন্য সোশ্যাল ওয়ার্ক বা স্যোশিওলজির উপর গ্রাজুয়েশন ও কম্পিউটারের জ্ঞান থাকতে হবে। বয়স ১৮ থেকে ৩৫ এর মধ্যে হতে হবে।
Apply Now for this Job
কলকাতা এয়ারপোর্টে অ্যাপ্রেন্টিস নিয়োগ
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে চার বছরের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে তিন বছরের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকতে হবে, ট্রেড অ্যাপ্রেন্টিস ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ট্রেড/ স্পেশালাইজেশন/ডিসিপ্লিন ইত্যাদির ওপর আইটিআই সার্টিফিকেট থাকতে হবে। তিনটি পদ মিলিয়ে মোট শূন্যপদ ৩৫টি।
Apply Now for this Job