শিক্ষার খবর

Madhyamik Exam 2022: মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করলো পর্ষদ

Advertisement

পূর্ব ঘোষনা অনুযায়ী অফলানেই হবে এবারের মাধ্যমিক পরীক্ষা। ইতিমধ্যেই অ্যাডমিট কার্ডও দিয়ে দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের। এমাসের ৭ তারিখ থেকে শুরু হচ্ছে ছাত্র- ছাত্রীদের জীবনের সবথেকে বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা। এই পরীক্ষা নিয়ে পরীক্ষার্থী এবং স্কুল শিক্ষকদের উদ্দেশ্যে একগুচ্ছ নয়া নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)।

একনজরে দেখে নেওয়া যাক ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের কি কি নিয়ম মেনে পরীক্ষা দিতে যেতে হবে,

১) অ্যাডমিট কার্ড এবং অন্যান্য প্রয়োজনীয় নথি ছাড়া কোনও পড়ুয়াকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। অ্যাডমিট কার্ড ছাড়া কোনওভাবেই পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অনুমতি মিলবে না।

২) করোনা সংক্রমণ রুখতে কোনো পরীক্ষার্থী অন্য কারও পেনসিল, স্কেল, পেন বা পেনসিল ইরেজার ব্যবহার করতে পারবে না। এমনই নির্দেশিকা দেওয়া হয়েছে পর্ষদের তরফে।

২) করোনা ভাইরাস পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বিধি মেনে পরীক্ষা হবে। প্রতিটি বেঞ্চে সর্বাধিক দু’জন পরীক্ষার্থী বসতে পারবেন।

৩) কোনও পরীক্ষার্থী যদি করোনায় আক্রান্ত হন, তাহলে তাঁকে পৃথক ঘরে বসাতে হবে। সকলের থেকে আলাদাভাবে তাঁকে পরীক্ষা দিতে হবে বলে নির্দেশ জারি করা হয়েছে। শুধু তাই নয়, নির্দেশিকায় জানানো হয়েছে, পরীক্ষা শেষে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর উত্তরপত্রও আলাদা রাখতে হবে। যা পৃথক খামে ভরে উত্তরপত্র বিভাগের সহ-সচিবের কাছে পাঠাতে হবে।

৪) পরীক্ষা কেন্দ্রের বাইরে ১৪৪ ধারা জারি করা হবে। পরীক্ষা কেন্দ্রের ৫০ মিটারের মধ্যে কোনও অবাঞ্ছিত লোকজন ঘোরাফেরা করতে পারবেন না।

৫) মাধ্যমিক পরীক্ষার্থীদের মাস্ক এবং স্যানিটাইজার বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হবে।

৬) পরীক্ষাকেন্দ্র কোনোরকম ইলেকট্রনিক গেজেট নিয়ে আসা যাবেনা। সেক্ষেত্রে কোনও রকমের ইলেকট্রনিক্স যন্ত্র বিশেষ করে মোবাইল ফোন, ক্যালকুলেটর বা ট্যাব ব্যবহার সম্পূর্ণরূপে মতই নিষিদ্ধ থাকছে। যেকোনো ইলেকট্রনিক্স যন্ত্র সমেত কোনও পরীক্ষার্থী ধরা পড়লে পাঁচ বছরের জন্য পরীক্ষা দেওয়ার সুযোগ হারাতে পারে বলেও নির্দেশিকা জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ।

পশ্চিমবঙ্গের সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের EXAMBANGLA.COM -এর তরফে রইলো অসংখ্য শুভেচ্ছা।

আরও পড়ুনঃ
মাধ্যমিক রুটিন ২০২২
উচ্চ মাধ্যমিক রুটিন ২০২২

Related Articles