রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য দারুণ সুখবর দিল রাজ্য সরকার। নতুন প্রকল্পের মাধ্যমে রাজ্যের মাধ্যমিক পাশ স্কুল পড়ুয়াদের হাতে এবার মোবাইল তুলে দেবে রাজ্য সরকার। এই ঘোষণার পর খুশি রাজ্যের স্কুল পড়ুয়ারা। এতদিন তারা উচ্চ মাধ্যমিক দেওয়ার প্রাক্কালে রাজ্য সরকারের তরফ থেকে মোবাইল কেনার জন্য আর্থিক সাহায্য পেত। এবার সেই টাকা দেওয়া হবে মাধ্যমিকের পরেই। কি এই নতুন প্রকল্প, কিভাবে করতে হবে আবেদন আসুন বিস্তারিত জেনে নেই আজকের প্রতিবেদন থেকে।
এদিন বৃহস্পতিবার রাজ্যের বিধানসভায় পেশ করা হল ২০২৪-২৫ অর্থ বর্ষের বাজেট। উক্ত দিনে বাজেট পেশ করার সময় রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই ঘোষণা করেন। একাধিক অন্যান্য প্রকল্পের ঘোষণার পাশাপাশি এদিন তিনি জানালেন, মাধ্যমিক পাশের পর স্কুল পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হবে নতুন মোবাইল। তবে সরাসরি মোবাইল না দিয়ে এক্ষেত্রে আগের মতই আর্থিক সাহায্য দেওয়া হবে ছাত্র-ছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।
আরও পড়ুনঃ লক্ষী ভাণ্ডারের টাকা ৫০০ থেকে বেড়ে হল ১০০০
এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য ছাত্র-ছাত্রীদের আলাদাভাবে আবেদন করার প্রয়োজন নেই। মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর রাজ্য সরকারের অধীনস্থ যেকোনো বিদ্যালয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হলেই এই প্রকল্পের সুবিধা পাবেন পড়ুয়ারা। সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সাহায্য প্রদান করবে রাজ্য সরকার। ছাত্রছাত্রীরা এই টাকা কেবলমাত্র মোবাইল অথবা ট্যাব কেনার জন্যই ব্যবহার করতে পারবেন। টাকা একাউন্টে আসার পর নির্দিষ্ট সময়ের মধ্যে মোবাইল কিনে তার বিল সংশ্লিষ্ট স্কুলে সাবমিট করতে হবে।