প্রকাশিত হয়ে গেল মাদ্রাসা সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত শিক্ষক-শিক্ষিকা নিয়োগের চূড়ান্ত ফলাফল। রাজ্যের যে সমস্ত চাকরিপ্রার্থীরা প্রাইমারি এবং সেকেন্ডারি শিক্ষক-শিক্ষিকার হিসাবে মাদ্রাসা সার্ভিসের পরীক্ষা দিয়েছিলেন তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি। এই ফলাফল সম্পর্কিত সমস্ত বিস্তারিত তথ্য পেয়ে যাবেন আজকের প্রতিবেদন থেকে। তাই অবশ্যই এই প্রতিবেদনটি পড়ে নিতে একদমই ভুলবেন না।
২০২৪ সাল প্রায় শেষের দিকে, একটুখানি বছরটা ঘুরে দেখলেই দেখা যাবে যে মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে এই বছরে বেশ কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যার মধ্যে অন্যতম হলো নবম, দশম ও একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক-শিক্ষিকা নিয়োগ। ২০২৪ সালের ১৭২৯টি শূন্যপদে শিক্ষক-শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছিল মাদ্রাসা সার্ভিস কমিশন। এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয় ২০২৪ সালের মার্চ মাসের ৩ তারিখ। এছাড়া জানুয়ারি মাসে আরবি ভাষায় টেট পরীক্ষাও অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা সার্ভিস কমিশনের কোন পরীক্ষার ফলাফল প্রকাশিত হলো?
বছরের একেবারে শেষের দিকে এসে আজ অর্থাৎ ২১ শে ডিসেম্বর, ২০২৪ তারিখে মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে প্রকাশ করা হলো আরবি বিষয়ে প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি এবং পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত 7th SLST(AT)- টেট পরীক্ষার ফলাফল। এর পাশাপাশি নবম ও দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের 7th SLST(AT) মেইন পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
আরও পড়ুনঃ কলকাতা এয়ারপোর্টে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ, কীভাবে আবেদন করবেন দেখে নিন
কোথায় গিয়ে এই ফলাফল দেখতে পাবেন?
সম্পূর্ণ অনলাইন মাধ্যমে পরীক্ষার্থীরা নিজেদের ফলাফল চেক করে নিতে পারবেন। এর জন্য https://www.wbmsc.com এই অফিসিয়াল ওয়েবসাইটের বাঁদিকে থাকা নোটিশের পেজটি খুলে নিতে হবে। সেখানেই ২১/১২/২০২৪ তারিখের বিজ্ঞপ্তিগুলির মধ্যে মাদ্রাসা শিক্ষক নিয়োগের ফলাফলের বিজ্ঞপ্তিটি সহজেই দেখতে পেয়ে যাবেন শিক্ষার্থীরা।
আরও পড়ুনঃ মাধ্যমিক পাশ পড়ুয়াদের জন্য নতুন স্কলারশিপের খবর
মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা পদে পরীক্ষা দেওয়া প্রার্থীদের জন্য এই বিজ্ঞপ্তিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই বিজ্ঞপ্তির মাধ্যমে যে সমস্ত চাকরি প্রার্থীরা মাদ্রাসা শিক্ষক-শিক্ষিকা হিসাবে ইন্টারভিউয়ের জন্য যোগ্য বিবেচিত হয়েছেন, তাদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে। এই পরীক্ষায় যারা পাস করেছেন অর্থাৎ মেরিট লিস্টে যাদের নাম এসেছে, তারা এরপরে সরাসরি ইন্টারভিউয়ের সুযোগ পেয়ে যাবেন।
7th SLST(AT) for Classes(XI-XII)