চাকরির খবর

রাজ্যে ১৭২৯ শূন্যপদে শিক্ষক নিয়োগ! প্রকাশিত হল বিজ্ঞপ্তি

Advertisement

প্রায় দশ বছর কোনো নিয়োগ নেই রাজ্যের মাদ্রাসাগুলিতে। এর আগে ২০১৩ সালে প্রকাশিত হয়েছিল বিজ্ঞপ্তি। যাবতীয় বাধা, বিপত্তি পেরিয়ে নিয়োগ সম্পন্ন হয় ২০১৮ সালে। তার পরবর্তী দশ বছরে নিয়োগ আটকে রয়েছে রাজ্যে। যার দরুণ প্রকাশ্যে এসেছে শিক্ষক সংকট। সম্প্রতি মাদ্রাসা শিক্ষা দপ্তর নিজের হাতে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশানুসারে এবার শিক্ষক নিয়োগ শুরু হবে মাদ্রাসায়।

এর মধ্যে প্রকাশিত হয়েছে মাদ্রাসায় শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি। নিয়োগ হবে রাজ্যের ৬১৪টি মাদ্রাসায়। শূন্যপদের জন্য আবেদন শুরু হবে আগামী ১২ই মে থেকে চলবে ১২ই জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা (www.wbmsc.com) পোর্টালের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। মোট ১৭২৯টি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে প্রার্থীদের। রাজ্যের ধারণা, এবার আবেদনকারীর সংখ্যা হতে পারে কয়েক লক্ষ। তবে পরীক্ষা কবে নেওয়া যাবে তা এখনই স্পষ্ট করে বলা সম্ভব নয়।

আরও পড়ুনঃ ভারতীয় রেলে ৩১৯০ পদে বিরাট নিয়োগ

সূত্রের খবর, মূল লিখিত পরীক্ষা হতে পারে ৯০ নম্বরের। সঙ্গে থাকবে ১০ নম্বরের পার্সোনালিটি টেস্ট তথা ইন্টারভিউ। সব মিলিয়ে প্রাথমিক, উচ্চ প্রাথমিক, নবম-দশম ও একাদশ-দ্বাদশ স্তরে শিক্ষক নিয়োগ করা হবে। এই নিয়োগ কর্মসূচির ফলে প্রচুর প্রার্থী নিয়োগ যেমন পাবেন তেমনই দীর্ঘদিন ধরে জারি থাকা নিয়োগ জট কাটবে বলেই আশা করা যাচ্ছে।

শিক্ষক নিয়োগ

Official Notification: Download Now

Related Articles