রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বেশ কিছুদিন ধরেই সংশ্লিষ্ট বিষয়ে নানান মতান্তর চলছিল। তাই এবার আলোচনার অবসান ঘটাতে আসরে নামলেন খোদ মুখ্যমন্ত্রী। পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের বেতন বাড়ছে? ট্যুইট করে জানালেন তিনি। পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে রাজনৈতিক মহলে যে আলোচনা চলছিল, তা নিয়ে বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী।
গতকাল শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করে লিখেছেন, পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে কর্মরত সিভিক ভলান্টিয়াররা কলকাতা পুলিশের অধীনে কর্মরত সিভিক ভলান্টিয়ারদের মতো একই অঙ্কের বোনাস পাবেন। রাজ্য সরকারের সিদ্ধান্ত মাফিক কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের সিভিক ভলান্টিয়াররা মোট ৫ হাজার ৩০০ টাকা করে পুজোর বোনাস পাবেন বলেই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও আশাকর্মীদের ৫ হাজার ৩০০ টাকার পুজো বোনাস দেওয়ার ঘোষণা করেছে রাজ্যে সরকার। কিছুদিন আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের বোনাস বৈষম্যের বিরুদ্ধে সুর তুলেছিলেন, যা নিয়ে পরবর্তীতে বেশ জলঘোলা হয়।
Some ill-motivated political parties/ persons are trying to create divisions and animosity between different cadres of Kolkata Police and West Bengal Police. I assure that civic volunteers of WBP will also receive Puja bonus of Rs. 5,300/-, like their counterparts in Kolkata…
— Mamata Banerjee (@MamataOfficial) October 13, 2023
আরও পড়ুনঃ পুজোর পরেই বিপুল শূন্যপদে শিক্ষক নিয়োগ
উল্লেখ্য, পুজোর দিনগুলোতে রাজ্য জুড়ে নিরাপত্তা আঁটোসাঁটো করতে তৎপর হয়েছে রাজ্য প্রশাসন। পুজোর দিনগুলিতে সাধারণ মানুষ যাতে সুষ্ঠু ভাবে আনন্দ করতে পারেন, তার জন্য কলকাতা থেকে জেলায় মোতায়েন থাকবেন কনস্টেবলরা। শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব থাকবে পুলিশ বিভাগের উপর। পাশাপাশি ভিড় সামলানোর দায়িত্ব বর্তাবে সিভিক ভলান্টিয়ারদের উপর।