এক নজরে
পশ্চিমবঙ্গের জাতীয় পাখি: পশ্চিমবঙ্গের জাতীয় পাখি কী? পশ্চিমবঙ্গের অধিবাসীদের প্রায়ই এই প্রশ্নটি মনে পড়ে। কিন্তু পশ্চিমবঙ্গের জাতীয় পাখি কী? তা অনেকেরই অজানা রয়েছে। ভারত ও ভারতের অন্তর্গত প্রত্যেকটি রাজ্যের নিজস্ব একটি জাতীয় পাখি রয়েছে। ঠিক তেমনই পশ্চিমবঙ্গের জাতীয় পাখি রয়েছে। ভারতবর্ষের জাতীয় পাখি হলো ময়ূর। এই প্রতিবেদনে পশ্চিমবঙ্গের জাতীয় পাখি কী? সে বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।
পশ্চিমবঙ্গের জাতীয় পাখি (West Bengal National Bird)
পশ্চিমবঙ্গের জাতীয় পাখি হল ধলাগলা মাছরাঙা। পশ্চিমবঙ্গের জাতীয় পাখি ধলাগলা মাছরাঙা পাখিটি সাদাবুক মাছরাঙ্গা নামেও পরিচিত। ধলাগলা মাছরাঙা পাখির ইংরেজি নাম ’হোয়াইট থ্রোটেড কিংফিশার’ (White Throated Kingfisher)। পাখিটির বৈজ্ঞানিক নাম Halcyon Smyrnensis। নীচে পশ্চিমবঙ্গের জাতীয় পাখি ধলাগলা মাছরাঙা পাখির সম্পর্কে বিষদে আলোচনা করা হল।
পশ্চিমবঙ্গের জাতীয় পাখি ধলাগলা মাছরাঙা
পশ্চিমবঙ্গের জাতীয় পাখি ধলাগলা মাছরাঙা পাখিটি লম্বায় 28 সেন্টিমিটার। খুবই সুন্দর দেখতে পাখিটির মাথা ও ঘাড় গাঢ় বাদামি বর্ণের এবং পিঠ থেকে লেজ গাঢ় নীল বর্ণের। পাখিটির গলার দিকটা সাদা রঙের। এই কারণেই ধলাগলা মাছরাঙা পাখিকে ‘হোয়াইট থ্রোটেড কিংফিশার’ বলা হয়। পাখিটির ঠোঁট কমলা লাল রঙের এবং পা জোড়াও লাল রঙের।
আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গের জাতীয় ফুল কী?
আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গের জাতীয় ফল কী?
ধলাগলা মাছরাঙা পাখিটি বনের প্রান্তদেশ, উপকূলবর্তী অঞ্চল, জলাধার, ডোবা প্রভৃতি স্থানে বিচরণ করে। খুবই শান্ত প্রকৃতির, ধৈর্য সম্পন্ন এই পাখিটি ঝিঁঝিঁ পোকা, পঙ্গপাল, ছোট ইঁদুর, পিঁপড়ে, ফড়িং প্রভৃতি খাদ্য হিসেবে গ্রহণ করে।
পশ্চিমবঙ্গের জাতীয় পাখি ধলাগলা মাছরাঙা পাখিটি পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে দেখা যায়। ভারত ছাড়াও এই পাখি নেপাল, ভুটান, শ্রীলংকা, চীন, তুরস্ক ও বুলগেরিয়া অঞ্চলে লক্ষ্য করা যায়। ভবিষ্যতে এই পাখি বিপদমুক্ত বলে মনে করা হয়। তবে IUCN এই প্রজাতিটিকে ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করা হয়েছে।
পশ্চিমবঙ্গের জাতীয় পাখি (FAQs)
প্রশ্ন: পশ্চিমবঙ্গের জাতীয় পাখির নাম কী?
উত্তর: ধলাগলা মাছরাঙা
প্রশ্ন: পশ্চিমবঙ্গের জাতীয় পাখি কোথায় দেখতে পাওয়া যায়?
উত্তর: পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যে দেখতে পাওয়া যায়। এছাড়াও, নেপাল, ভুটান, শ্রীলংকা, চীন, তুরস্ক প্রভৃতি জায়গায় দেখতে পাওয়া যায়।
প্রশ্ন: ধলাগলা মাছরাঙা পাখির বিজ্ঞানসম্মত নাম কি?
উত্তর: Halcyon Smyrnensis