রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি কান্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্যে হতবাক রাজ্য। এবার ফের সামনে এলো এমনই এক গুরুতর অভিযোগ। সম্প্রতি নিয়োগ দুর্নীতি সম্পর্কিত একটি মামলা চলাকালীন সময়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে ২০১৪ টেটের ওএমআর শিট পরীক্ষার দায়িত্বে থাকা বেসরকারি সংস্থার দাবি, একবার দুবার নয় প্রায় বারো বার গঠিত হয়েছিল শিক্ষক নিয়োগের জন্য অতিরিক্ত প্যানেল।
রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে একাধিক মামলা আদালতে বিচারাধীন। সেরকমই এক মামলার শুনানি ছিল শুক্রবার। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ওঠে মামলাটি। সূত্রের খবর, এদিনের শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় ২০১৪ সালের প্রাইমারি টেটের ওএমআর শিট পরীক্ষার দায়িত্বে থাকা এক বেসরকারি সংস্থাকে তালিকার নম্বর বিভাজনের পদ্ধতি স্পষ্ট করে জানানোর নির্দেশ দেন। এরপরই ওই সংস্থা সংশ্লিষ্ট দাবিটি রাখে। সাথে জানানো হয়, পর্ষদের দেওয়া তথ্য মেনে ২০১৭ সালে ২২০৮ জন প্রার্থীর অতিরিক্ত প্যানেল প্রায় বারো বার গঠন করা হয়েছিল।
চাকরির খবরঃ কলকাতা পৌরসভায় কর্মী নিয়োগ
এহেন চাঞ্চল্যকর তথ্য সামনে আসায় বিস্ময় প্রকাশ করেন বিচারপতি। এরপর তিনি নিয়োগ দুর্নীতি কান্ডের তদন্তে সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। সাথে তদন্ত প্রক্রিয়ায় গতি আনার নির্দেশ দেন। এছাড়া সিবিআই আধিকারিকদের ইডির সাথে কথা বলার নির্দেশও দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, এদিন নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে বেশ কিছু বিষয়ে সিবিআইকে অনুসন্ধানের দায়িত্ব দিয়েছেন বিচারপতি।