এগিয়ে আসছে পঞ্চায়েত নির্বাচন। তার মধ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতি, বেনিয়মের অভিযোগ অস্বস্তি বাড়াচ্ছে রাজ্যের। আদালতে চলা মামলার রায়ের ভিত্তিতে রাজ্যে চাকরি বাতিলের সংখ্যা নেহাত কম নয়। কর্মসংস্থানের দাবিতে পথে নেমেছেন চাকরিপ্রার্থীরা। বিক্ষোভ, অসন্তোষে মাঝেমধ্যেই অগ্নিগর্ভ পরিস্থিতি চলছে শহর কলকাতায়। এহেন পরিস্থিতিতে বিপুল পরিমাণ চাকরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, রাজ্যের বিভিন্ন সরকারি ক্ষেত্র মিলিয়ে প্রায় ১ লক্ষ ২৫ হাজার শূন্যপদে নিয়োগ দেওয়া হবে প্রার্থীদের।
কোন কোন পদে কত সংখ্যক নিয়োগ? মঙ্গলবার মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী শিক্ষাক্ষেত্রে নিয়োগের পরিমাণ সবচেয়ে বেশি। তিনি জানান, রাজ্যে প্রাথমিক স্কুলগুলিতে ১১ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের কাজ শেষ হবে শীঘ্রই। এছাড়া উচ্চ প্রাথমিকে নিয়োগ হবে প্রায় ১৪ হাজার ৫০০ পদে। রাজ্যে গ্রুপ ডি পদেও নিয়োগ দেওয়া হবে প্রচুর প্রার্থীকে। এই ক্ষেত্রে শূন্যপদের সংখ্যা প্রায় ১২ হাজার। এছাড়া স্কুল, কলেজের পাশাপাশি বিশ্ববিদ্যালয়েও নিয়োগ কর্মসূচি গ্রহণ করা হবে।
আরও পড়ুনঃ রাজ্যে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ হবে শীঘই
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুসারে প্রায় ৯৪৯৩ পদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ হবে রাজ্যে। এছাড়া প্রায় ২ হাজার চিকিৎসক, ৭ হাজার নার্স ও পুলিশের বিভিন্ন বিভাগে প্রায় ২০ হাজার কর্মীকে নিয়োগ দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর কথায়, ‘নতুন কর্মী নিয়োগের ক্ষেত্রে জোর দিচ্ছে রাজ্যে’ সবমিলিয়ে নিয়োগের সংখ্যা পৌছবে প্রায় ১ লক্ষ ২৫ হাজার। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর ঘোষণার ফলে স্বাভাবিকভাবেই খুশি চাকরিপ্রার্থীরা। তবে এই নিয়োগ যাতে দ্রুত সম্পন্ন হয় সেই আশাই করছেন তাঁরা।
চাকরির খবরঃ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থায় কর্মী নিয়োগ