চাকরির খবর

Constable Recruitment: পশ্চিমবঙ্গ পুলিশে ১২ হাজার শূন্যপদে কনস্টেবল নিয়োগের ঘোষণা! সিদ্ধান্ত এল মন্ত্রীসভার বৈঠকে

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। প্রায় ১২ হাজার শূন্যপদে কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত জানালো রাজ্য মন্ত্রিসভা। বিস্তারিত পড়ুন আজকের প্রতিবেদনে।

Advertisement

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। রাজ্য পুলিশের হাজার হাজার শূন্যপদে কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত নিল মমতা সরকার। গতকাল বৃহস্পতিবার মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের কর্মসংস্থান বৃদ্ধিতে এবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল সরকার। ১২ হাজার শূন্যপদে কনস্টেবল নিয়োগ হবে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতেই মন্ত্রীসভার বৈঠকের আয়োজন করা হয়। পায়ে চোট লাগায় ঘরবন্দি অবস্থাতেই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। এই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। যার মধ্যে অন্যতম হল রাজ্যে কর্মসংস্থান বৃদ্ধিতে পদক্ষেপ গ্রহণ। মন্ত্রী সভার বৈঠক শেষে মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, মোট ১২ হাজার শূন্যপদে কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। যার মধ্যে ৩৬০০ জন মহিলা ও ৮৪০০ জন পুরুষ। এত বিপুল সংখ্যক শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত শুনে মুখের হাসি চওড়া হয়েছে চাকরিপ্রার্থীদের। নির্দিষ্ট নিয়ম মেনে ধাপে ধাপে সংশ্লিষ্ট শূন্যপদে নিয়োগ দেওয়া হবে যোগ্যদের।

১২ হাজার শূন্যপদে কনস্টেবল নিয়োগের ঘোষণা

আরও পড়ুনঃ প্রায় ৬০০০ শূন্যপদে ক্লার্ক নিয়োগ করবে রাজ্য সরকার

মাধ্যমিক পাশ যোগ্যতাসম্পন্ন চাকরিপ্রার্থীরা কনস্টেবল পদের জন্য আবেদন জানাতে পারেন। প্রিলিমিনারি পরীক্ষা, মেন পরীক্ষা, ফিজিক্যাল টেস্ট ও পার্সোনালিটি টেস্টের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করে নেওয়া হবে। মাস কয়েক আগে নবান্নের বৈঠকে মোট ২৫০০ শূন্যপদে কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত হয়েছিল। রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছিলেন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফে পরীক্ষা নিয়ে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। এর আগে আড়াই হাজার শূন্যপদে কনস্টেবল নিয়োগের ঘোষণার পর এদিন ফের বিপুল শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত জানাল মমতা সরকার। আশা করা যাচ্ছে, চলতি বছরে পুজোর পরেই কনস্টেবল নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ পাবে। এ বিষয়ে নতুন আপডেট এলে ‘Exam Bangla’র ওয়েবসাইটে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে।

১২ হাজার শূন্যপদে কনস্টেবল নিয়োগের ঘোষণা

Related Articles