পশ্চিমবঙ্গের সমস্ত পুলিশ কনস্টেবল চাকরি প্রার্থীদের জন্য সুখবর। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে পুলিশ কনস্টেবল ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট (PMT) ও ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট (PET) এর তারিখ প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের মোট ৫ টি রিজিওনাল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে PMT ও PET হবে। কবে কোথায় হবে, কোন রিজিওনে কত জনকে ডাকা হয়েছে, কবে কবে ছুটি থাকবে বিস্তারিত রইলো আজকে এই প্রতিবেদনে। WBP Constable PMT PET.
গত ১১ মার্চ West Bengal Police Recruitment Board -এর তরফ থেকে কনস্টেবলের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল। ফলাফল প্রকাশের পর থেকে পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা PMT, PET কবে থেকে শুরু হবে তা জানার জন্য আগ্রহে অপেক্ষা করেছিলেন। শেষ পর্যন্ত অপেক্ষার অবসান। পশ্চিমবঙ্গ পুলিশের অফিশিয়াল ওয়েবসাইটে PMT, PET এর তারিখ প্রকাশ করা হয়েছে। এমন কি PMT, PET -তে অংশগ্রহণ করার জন্য প্রয়োজনীয় এডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করা যাবে তাও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
এদিন ১৮ মার্চ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB) কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ২৮ মার্চ, ২০২২ তারিখ থেকে শুরু হতে চলেছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট (PMT) ও ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট (PET)। PMT ও PET পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করা যাবে আগামী ২১ মার্চ, ২০২২ তারিখ থেকে। প্রার্থীরা নিজেদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর ও জন্ম তারিখ দিয়ে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। পাশাপাশি PMT ও PET -এর জন্য নির্বাচিত প্রার্থীরা রেজিস্টার্ড মোবাইল নম্বরে PMT ও PET সংক্রান্ত সমস্ত তথ্য মেসেজের মাধ্যমে আপডেট পাবেন।
পশ্চিমবঙ্গ জুড়ে মোট পশ্চিমবঙ্গ পুলিশের অধীনস্থ ৫ টি রিজিওনাল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে PMT ও PET সংঘটিত হবে। কবে কোথায় হবে তা নিচে দেওয়া হল-
১) প্রেসিডেন্সি রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড: এই বোর্ডের অধীনে মাঠ শুরু হবে ২৮ মার্চ থেকে এবং শেষ হবে ২১ এপ্রিল পর্যন্ত। প্রেসিডেন্সি বিভাগে মোট ১৫৫৩৬ জন কনস্টেবল (পুরুষ) ও ৫৩১২ জন লেডি কনস্টেবল মাঠে অংশগ্রহণ করবেন।
স্থান- SSF Bn Parade Ground, Mangal Pandey Uddyan, P.O.- Barrackpore, Dist.- North 24 Pargana- 700120
আরও পড়ুনঃ কনস্টেবল মেন পরীক্ষা পাশ করার গাইড বুক
২) মুর্শিদাবাদ রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড: এই বোর্ডের অধীনে মাঠ শুরু হবে ২৮ মার্চ থেকে এবং শেষ হবে ২২ এপ্রিল পর্যন্ত। মুর্শিদাবাদ রেঞ্জ বিভাগে মোট ১৫১০৪ জন কনস্টেবল (পুরুষ) ও ৬৪০৫ জন লেডি কনস্টেবল মাঠে অংশগ্রহণ করবেন।
স্থান- NVF Training Centre, Parade Ground, Kalyani, Nadia- 741235
৩) জলপাইগুড়ি রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড: এই বোর্ডের অধীনে মাঠ শুরু হবে ২৮ মার্চ থেকে এবং শেষ হবে ২৫ এপ্রিল পর্যন্ত। জলপাইগুড়ি রেঞ্জ বিভাগে মোট ১৬২০২ জন কনস্টেবল (পুরুষ) ও ৮৩৮৬ জন লেডি কনস্টেবল মাঠে অংশগ্রহণ করবেন।
স্থান- 2nd IR Bn, Parade Ground, Vill- Ambikanagar, P.O.- Sahudangihat, P.S.- New Jalpaiguri, Dist.- Jalpaiguri- 735145
৪) বর্ধমান রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড: এই বোর্ডের অধীনে মাঠ শুরু হবে ২৮ মার্চ থেকে এবং শেষ হবে ২২ এপ্রিল পর্যন্ত। বর্ধমান রেঞ্জ বিভাগে মোট ১৬২০২ জন কনস্টেবল (পুরুষ) ও ৫৩০০ জন লেডি কনস্টেবল মাঠে অংশগ্রহণ করবেন।
স্থান- RCC CIF Campus, Bidhannagar, Durgapur, P.O.- ABL Township, Dist.- Paschim Bardhaman- 713206
৫) মেদিনীপুর রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড: এই বোর্ডের অধীনে মাঠ শুরু হবে ২৮ মার্চ থেকে এবং শেষ হবে ২০ এপ্রিল পর্যন্ত। মেদিনীপুর রেঞ্জ বিভাগে মোট ১৪২৬৩ জন কনস্টেবল (পুরুষ) ও ৫১৭৭ জন লেডি কনস্টেবল মাঠে অংশগ্রহণ করবেন।
স্থান- EFR 1st Bn, Parade Ground, P.O.- Salua, P.S.- Kharagpur (Town), Dist.- Paschim Medinipur- 721145
উপরে উল্লেখিত পাঁচটি রিজিওনাল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে মাঝে ৩ এপ্রিল, ১০ এপ্রিল, ১৪ এপ্রিল, ১৫ এপ্রিল এবং ১৭ এপ্রিল মাঠ হবে না।
Official Notice: Download Now