পরীক্ষা প্রস্তুতি

West Bengal Police Constable 2022 Syllabus Download, Exam Pattern, Selection Process

Advertisement

West Bengal Police Constable 2022: পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে কয়টি ধাপে পরীক্ষা হয়? কি কি সিলেবাস রয়েছে? কোথা থেকে প্রশ্ন আসবে? বিস্তারিত জানতে পারবেন আজকের পোস্টে। আপনি যদি পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মাধ্যমিক পাশ করে থাকতে হবে। রাজ্য ও কেন্দ্র সরকারের সমস্ত চাকরির খবর সবার প্রথমে পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন- Click here

West Bengal Police Constable 2022

পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল ও লেডি কনস্টেবল পদের ক্ষেত্রে মোট পাঁচটি ধাপে নিয়োগ করা হয়।
1. প্রিলিমিনারি পরীক্ষা (100 নম্বরের)।
2. Physical Measurement Test (PMT) [Need to Qualify]
3. Physical Efficiency Test (PET) [Need to Qualify]
4. Final Written Examination (85 নম্বরের)।
5. ইন্টারভিউ (15 নম্বরের)।
প্রথম ধাপের প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করলে Physical Measurement Test (PMT) -এ অংশগ্রহণ করা যাবে। PMT পাশ করলে PET. এবং Physical Efficiency Test (PET) পাশ করলে মেইন পরীক্ষা দেওয়া যাবে। আর মেইন পরীক্ষা পাশ করলে ইন্টারভিউ দিতে পারবেন চাকরিপ্রার্থীরা।



West Bengal Police Constable Syllabus

পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস

1. জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ- 50 নম্বর।
2. মাধ্যমিক স্তরের গণিত- 30 নম্বর।
3. রিজনিং- 20 নম্বর।
প্রিলিমিনারি পরীক্ষা হবে মোট 100 নম্বরের। সময়সীমা এক ঘন্টা। প্রশ্নপত্র দুটি ভাষায় থাকবে (বাংলা এবং নেপালি)। প্রশ্ন থাকবে MCQ টাইপের। নেগেটিভ মার্কিং 1/4 অর্থাৎ প্রতি চারটি প্রশ্নের উত্তর ভুল হলে 1 নম্বর কেটে নেওয়া হবে।

West Bengal Police Constable Recruitment 2021

Physical Measurement Test (PMT)

কনস্টেবল পদের উচ্চতা ও ওজন

1. গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী এবং সিডিউল ট্রাইবস শ্রেণীভূক্ত প্রার্থী বাদে বাকি সবার ক্ষেত্রে উচ্চতা হতে হবে 167 সেমি, ওজন হতে হবে 57 কেজি, এবং ছাতি হতে হবে 78 সেমি; 5 সেমি পর্যন্ত প্রসারণের ক্ষমতা থাকতে হবে।
2. এবং গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী, সিডিউল ট্রাইবস শ্রেণীভূক্ত প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 160 সেমি, ওজন হতে হবে 53 কেজি, এবং ছাতি হতে হবে 76 সেমি; 5 সেমি পর্যন্ত প্রসারণের ক্ষমতা থাকতে হবে।

লেডি কনস্টেবল পদের উচ্চতা ও ওজন

1. গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী এবং সিডিউল ট্রাইবস শ্রেণীভূক্ত প্রার্থী বাদে বাকি সবার ক্ষেত্রে উচ্চতা হতে হবে 160 সেমি। ওজন হতে হবে 49 কেজি।
2. এবং গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী, সিডিউল ট্রাইবস শ্রেণীভূক্ত প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 152 সেমি। ওজন হতে হবে 45 কেজি।

Physical Efficiency Test (PET)

1. এই ধাপে প্রার্থীদের দৌড়াতে হবে। কনস্টেবল পদের ক্ষেত্রে 6 মিনিট 30 সেকেন্ড এর মধ্যে 1600 মিটার দৌড়াতে হবে।




2. লেডি কনস্টেবল পদের ক্ষেত্রে 4 মিনিটে 800 মিটার দৌড়ে সম্পূর্ণ করতে হবে।

West Bengal Police Main Exam

চূড়ান্ত পর্যায়ের লিখিত পরীক্ষা হবে 85 নম্বরের। যেসব প্রার্থীরা PMT এবং PET পাশ করবে কেবল সেই সব প্রার্থীরাই এই পরীক্ষাটি দিতে পারবে।
পরীক্ষার সিলেবাস:
1. জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ- 25 নম্বর।
2. ইংরেজি- 25 নম্বর।
3. মাধ্যমিক স্তরের গণিত- 20 নম্বর।
4. রিজনিং এবং লজিক্যাল অ্যানালাইসিস- 15 নম্বর।
পরীক্ষার সময়সীমা থাকবে এক ঘন্টা। নেগেটিভ মার্কিং 1/4, প্রশ্নপত্র হবে বাংলা এবং নেপালি ভাষায়।

West Bengal Police Constable Interview

চূড়ান্ত পর্যায়ের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ইন্টারভিউয়ের ডাক পাবেন। ইন্টারভিউ হবে 15 নম্বরের। চূড়ান্ত পর্যায়ের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর নম্বর মিলিয়ে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত হবে। অর্থাৎ 85 + 15 = 100 নম্বরের উপর ফাইনাল রেজাল্ট প্রকাশিত হবে।

Related Articles