চাকরির খবর: পশ্চিমবঙ্গ পুলিশে নিয়োগের নতুন আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হল। গত 11 জানুয়ারি ExamBangla.com -এর পাতায় আমরা পশ্চিমবঙ্গ পুলিশের ড্রাইভার নিয়োগের ব্যাপারে বিস্তারিত জানিয়েছিলাম। আজ নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে বিশদে জানানো হবে। পশ্চিমবঙ্গ পুলিশের Special Task Force -এ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিভিন্ন পদে নিয়োগ করা হবে। আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে। আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জেনে অবশ্যই আবেদন করুন। বিজ্ঞপ্তি নং 01/STF/2021.
রাজ্য ও কেন্দ্র সরকারের সমস্ত চাকরির আপডেট সবার প্রথমে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন- Click here
পদের নাম- সফটওয়্যার ডেভলাপার (SD)
শূন্য পদ- 2 টি।
শিক্ষাগত যোগ্যতা- 1st Class MCA or, 1st Class M.Sc. in IT/Computer Science or 1st Class BE in IT/Computer Science or 1st Class B.Tech in IT/Computer Science with skill in software design, development, documentation & implementation support.
বেতন- প্রতি মাসের 27,000/- টাকা।
পদের নাম- সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল (SSP)
মোট শূন্যপদ- 4 টি।
শিক্ষাগত যোগ্যতা- PGDCA / B.Sc.(Computer Science)/ BCA/DOEACC ‘A’ level course of three year duration or equivalent from recognized University / Institute with skill in-
a. Installation, maintenance of application software & DBMS.
b. Implementation Support.
বেতন- প্রতিমাসে 18,000/- টাকা।
পদের নাম- ডাটা এন্ট্রি অপারেটর।
মোট শূন্যপদ- 4 টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোন শাখায় গ্রেজুয়েশন পাশ। সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে সার্টিফিকেট থাকতে হবে।
বেতন- প্রতিমাসে 13,000/- টাকা।
পদের নাম- সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর।
মোট শূন্যপদ- 1 টি।
শিক্ষাগত যোগ্যতা- 1st Class MCA or, 1st Class M.Sc. in IT/Computer Science or 1st Class BE in IT/Computer Science or 1st Class B.Tech in IT/Computer Science with experience as System.
Administrator
বেতন- প্রতিমাসে 24,000/- টাকা।
বয়স- উপরোক্ত সবগুলি পদের আবেদন করার জন্য বয়স হতে হবে 21 থেকে 45 বছরের মধ্যে।
আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে নির্দিষ্ট ফরমেটে। নীচে দেওয়া লিংকে ক্লিক করে আবেদন পত্র ডাউনলোড করতে পারবেন। সঠিকভাবে পূরণ করা আবেদন পত্র এবং সাথে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের ঠিকানায় পাঠাতে হবে। খামের উপর লিখতে হবে “Application for the Post of…….(যে পদে আবেদন করবেন সেই পদের নাম)। আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ 28 জানুয়ারি।
আবেদনপত্রের সাথে যেসব নথিপত্র জমা দিতে হবে-
1. শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র।
2. জন্মের শংসাপত্র বা মাধ্যমিকের এডমিট কার্ড।
3. বাসিন্দা গত প্রমাণপত্র বা আধার কার্ড।
Download Official Notice
West Bengal Job News
রাজ্য ও কেন্দ্র সরকারের সমস্ত চাকরির খবর সবার প্রথমে পেতে প্রতিদিন আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। বাঙালিদের জন্য সম্পূর্ণ বাংলা ভাষায় চাকরির খবর প্রকাশ করে থাকি আমরা। ধন্যবাদ।