এক নজরে
চাকরির খবর: পশ্চিমবঙ্গ পুলিশে সাব-ইন্সপেক্টর ও লেডি সাব-ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সাব-ইন্সপেক্টর পদে পুরুষ প্রার্থীরা আবেদনযোগ্য এবং লেডি সাব-ইন্সপেক্টর পদে মহিলা প্রার্থীরা আবেদনযোগ্য। নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ পুলিশের আনআর্মড ব্রাঞ্চ (UB) এবং আর্মড ব্রাঞ্চে (AB)। আনআর্মড ব্রাঞ্চের (UB) অধীনে সাব-ইন্সপেক্টর এবং লেডি সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে। আনআর্মড ব্রাঞ্চে পুরুষ এবং মহিলা প্রার্থী উভয়ই আবেদনযোগ্য। কিন্তু আর্মড ব্রাঞ্চের (AB) অধীনে কেবল সাব-ইন্সপেক্টর নিয়োগ করা হবে, যেখানে কেবল পুরুষ প্রার্থীরাই আবেদনযোগ্য।
সাব-ইন্সপেক্টর ও লেডি সাব-ইন্সপেক্টর নিয়োগ 2021
বিজ্ঞপ্তি নং 02/2021/WBPRB
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ- 20/01/2021
পুলিশ সাব ইন্সপেক্টর পদের বেতন
পশ্চিমবঙ্গ পুলিশের সাব-ইন্সপেক্টর ও লেডি সাব-ইন্সপেক্টর পদের মূল বেতন 32,100/- থেকে 82,900/- টাকা।
সাব-ইন্সপেক্টর পদে শূন্যপদ
পশ্চিমবঙ্গ পুলিশের আনআর্মড ব্রাঞ্চে সাব ইন্সপেক্টর পদে শূন্যপদের সংখ্যা 753 টি (UR- 413, SC- 166, ST- 45, OBC A- 76, OBC B- 53)।
পশ্চিমবঙ্গ পুলিশের আর্মড ব্রাঞ্চে সাব ইন্সপেক্টর পদে শূন্যপদের সংখ্যা 185 টি (UR- 110, SC- 41, ST- 11, OBC A- 19, OBC B- 13)।
লেডি সাব-ইন্সপেক্টর পদে শূন্যপদ
পশ্চিমবঙ্গ পুলিশের আনআর্মড ব্রাঞ্চে লেডি সাব-ইন্সপেক্টর পদে শূন্য পদের সংখ্যা 150 টি (UR- 82, SC- 33, ST- 9, OBC A- 15, OBC B- 11)।
পুলিশ সাব-ইন্সপেক্টর পদে বয়স কত লাগবে
পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর ও লেডি সাব ইন্সপেক্টর পদে আবেদন করার জন্য বয়স হতে হবে 20 থেকে 27 বছরের মধ্যে। বয়স হিসাব করবেন 1 জানুয়ারি, 2021 তারিখের হিসেবে। SC/ ST শ্রেণীভূক্ত প্রার্থীরা সর্বোচ্চ বয়স সীমায় 5 বছরের ছাড় পাবেন এবং OBC প্রার্থীরা সর্বোচ্চ বয়স সীমায় 3 বছরের ছাড় পাবেন।
WBP Constable Recruitment 2021
শিক্ষাগত যোগ্যতা
সাব ইন্সপেক্টর ও লেডি সাব-ইন্সপেক্টর পদে আবেদন করার জন্য যোগ্যতা হতে হবে যেকোন শাখায় গ্রাজুয়েশন পাশ বা সমতুল।
উল্লেখ্য, আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। এবং বাংলা ভাষা পড়তে লিখতে এবং বলতে জানতে হবে। দার্জিলিং এবং কালিম্পং জেলার আবেদনকারীদের ক্ষেত্রে বাংলা ভাষা পড়তে লিখতে ও বলতে না জানলেও আবেদন করা যাবে।
পুলিশ সাব-ইন্সপেক্টর নিয়োগ পদ্ধতি
1. প্রিলিমিনারি পরীক্ষা (200 নম্বরের)।
2. Physical Measurement Test (PMT)
3. Physical Efficiency Test (PET)
4. Main Exam (200 নম্বরের)।
5. Personality Test/ Interview (30 নম্বরের)।
পুলিশ সাব-ইন্সপেক্টর পদের সিলেবাস
সাব ইন্সপেক্টর এবং লেডি সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস একই হয়ে থাকে। প্রিলিমিনারি পরীক্ষা হবে 200 নম্বরের। প্রিলিমিনারি পরীক্ষায় যেসব বিষয় থেকে প্রশ্ন থাকে সেগুলি হল-
1. General studies: 50 questions = 100 Marks.
2. Logical and analytical reasoning: 25 questions = 50 marks.
3. Arithmetic: 25 questions = 50 marks.
সমগ্র পরীক্ষার সময় সীমা মোট 90 মিনিট বা 1 ঘন্টা 30 মিনিট। প্রশ্ন হবে MCQ টাইপের। প্রশ্নপত্র থাকবে দুটি ভাষায় যথা- বাংলা এবং ইংরেজি।
শারীরিক মাপজোক
সাব ইন্সপেক্টর আনআর্মড (UB) ব্রাঞ্চের ক্ষেত্রে শারীরিক যোগ্যতা:
1. গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী এবং সিডিউল ট্রাইবস শ্রেণীভূক্ত প্রার্থী বাদে বাকি সবার ক্ষেত্রে উচ্চতা হতে হবে 167 সেমি, ওজন হতে হবে 56 কেজি, এবং ছাতি হতে হবে 79 সেমি; 5 সেমি পর্যন্ত প্রসারণের ক্ষমতা থাকতে হবে।
2. এবং গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী এবং সিডিউল ট্রাইবস শ্রেণীভূক্ত প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 160 সেমি, ওজন হতে হবে 52 কেজি, এবং ছাতি হতে হবে 76 সেমি; 5 সেমি পর্যন্ত প্রসারণের ক্ষমতা থাকতে হবে।
সাব ইন্সপেক্টর আর্মড (AB) ব্রাঞ্চের ক্ষেত্রে শারীরিক যোগ্যতা:
1. গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী এবং সিডিউল ট্রাইবস শ্রেণীভূক্ত প্রার্থী বাদে বাকি সবার ক্ষেত্রে উচ্চতা হতে হবে 173 সেমি, ওজন হতে হবে 60 কেজি, এবং ছাতি হতে হবে 86 সেমি; 5 সেমি পর্যন্ত প্রসারণের ক্ষমতা থাকতে হবে।
2. এবং গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী এবং সিডিউল ট্রাইবস শ্রেণীভূক্ত প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 163 সেমি, ওজন হতে হবে 54 কেজি, এবং ছাতি হতে হবে 81 সেমি; 5 সেমি পর্যন্ত প্রসারণের ক্ষমতা থাকতে হবে।
লেডি সাব ইন্সপেক্টর (UB Branch) পদের ক্ষেত্রে শারীরিক যোগ্যতা:
1. গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী এবং সিডিউল ট্রাইবস শ্রেণীভূক্ত প্রার্থী বাদে বাকি সবার ক্ষেত্রে উচ্চতা হতে হবে 160 সেমি। ওজন হতে হবে 48 কেজি।
2. এবং গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী, সিডিউল ট্রাইবস শ্রেণীভূক্ত প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 155 সেমি। ওজন হতে হবে 45 কেজি।
পুলিশ সাব ইন্সপেক্টর পদের মাঠ
সাব ইন্সপেক্টর (UB & AB Branch) পদের ক্ষেত্রে 3 মিনিটের মধ্যে 800 মিটার দৌড়াতে হবে।
লেডি সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে 2 মিনিটে 400 মিটার দৌড়ে সম্পূর্ণ করতে হবে।
পুলিশ সাব ইন্সপেক্টর Main সিলেবাস
যেসব প্রার্থীরা PMT & PET পাশ করতে পারবেন, কেবল ওইসব প্রার্থীরা চূড়ান্ত ধাপের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। চূড়ান্ত ধাপের লিখিত পরীক্ষা হবে 200 নম্বরের। এই পরীক্ষা হবে ডেস্ক্রিপটিভ টাইপের। চূড়ান্ত ধাপের লিখিত পরীক্ষা হবে মোট তিনটি পেপারে। Paper- I, Paper- II, Paper- III. প্রতিটি পেপারে কত নম্বরের প্রশ্ন আসবে, সময়সীমা কত, বিস্তারিত নিচে দেওয়া হল-
Paper- I: জেনারেল স্টাডিজ- 50 নম্বর, লজিক্যাল এবং অ্যানালিটিক্যাল রিজনিং- 25 নম্বর, গণিত- 25 নম্বর। পরীক্ষার সময় সীমা 2 ঘণ্টা।
Paper- II: ইংরেজি- 50 নম্বর। পরীক্ষার সময় সীমা 1 ঘন্টা।
Paper- III: বাংলা/ হিন্দি/ উর্দু/ নেপালি- 50 নম্বর। সময়সীমা 1 ঘন্টা। এই বিভাগে পরীক্ষার্থীরা নিজেদের মাতৃভাষা নির্বাচন করে পরীক্ষা দিতে পারবেন।
চূড়ান্ত ধাপের লিখিত পরীক্ষা এক দিনে সম্পন্ন হবে। Paper- I বিভাগের প্রশ্নপত্র তিনটি ভাষায় থাকবে যথা- ইংরেজি, বাংলা এবং নেপালি। পরীক্ষার্থীদের উত্তর দিতে হবে যেকোনো একটি ভাষায়।
পুলিশ সাব-ইন্সপেক্টর ইন্টারভিউ
পশ্চিমবঙ্গ পুলিশের সাব-ইন্সপেক্টর ও লেডি সাব-ইন্সপেক্টর পদের ক্ষেত্রে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট হবে 30 নম্বরের। ইন্টারভিউতে পাশ করার ন্যূনতম নম্বর 8, যেসব প্রার্থীরা Main Exam পাশ করবেন কেবল তারাই পার্সোনালিটি টেস্ট অংশগ্রহণ করতে পারবেন।
পুলিশ সাব-ইন্সপেক্টর আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে। West Bengal Police Recruitment Board -এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করা যাবে 22 জানুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি, 2021 তারিখ পর্যন্ত।
পুলিশ সাব-ইন্সপেক্টর আবেদন ফি
জেনারেল ও ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ 250/- টাকা এবং প্রসেসিং ফি বাবদ 20/- টাকা মোট 270/- টাকা জমা দিতে হবে। কেবল পশ্চিমবঙ্গের এসসি ও এসটি প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি জমা দিতে হবে না, শুধু প্রসেসিং ফি বাবদ 20/- টাকা জমা দিতে হবে।
Download Official Notice 👇👇👇👇
Click here to Apply Online 👇👇👇👇
Writer | Sayani Majumdar |
Designation | Author |
Team Exam Bangla™ |