আজকের পোস্টে আপনাদের সাথে শেয়ার করবো পশ্চিমবঙ্গ পুলিশের সাব-ইন্সপেক্টর ও লেডি সাব-ইন্সপেক্টর পদের নিয়োগ পদ্ধতি, পরীক্ষার সিলেবাস ও প্রয়োজনীয় শারীরিক যোগ্যতা। আপনি যদি পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর অথবা লেডি সাব-ইন্সপেক্টর পদে আবেদন করে থাকেন তাহলে আজকের পোস্টটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাব-ইন্সপেক্টর পদটি হল গ্র্যাজুয়েশন পাশ শিক্ষাগত যোগ্যতার একটি চাকরি।
West Bengal Police Sub Inspector Syllabus 2021
পশ্চিমবঙ্গ পুলিশের সাব-ইন্সপেক্টর ও লেডি সাব-ইন্সপেক্টর পদের নিয়োগের ক্ষেত্রে মোট পাঁচটি ধাপে নিয়োগ করা হয়।
| Sl. No. | Exam Pattern | Marks |
| 1 | Preliminary Examination | 200 |
| 2 | Physical Measurement Test (PMT) | Need to Qualify |
| 3 | Physical Efficiency Test (PET) | Need to Qualify |
| 4 | Main Exam | 200 |
| 5 | Personality Test | 30 |
যেসব প্রার্থীরা প্রথম ধাপের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হবেন, কেবল তারাই শারীরিক যোগ্যতা পরীক্ষা বা Physical Measurement Test -এ অংশগ্রহণ করতে পারবেন। Physical Measurement Test -এ পরীক্ষার্থীদের উচ্চতা, ওজন এবং ছাতি পরিমাপ করা হবে। PMT উত্তীর্ণ হলেই Physical Efficiency Test -এ অংশগ্রহণ করা যাবে। Physical Efficiency Test -এ নির্দিষ্ট সময়ের মধ্যে একটি নির্দিষ্ট দূরত্ব দৌড়াতে হবে।
যেসব আবেদনকারীরা PMT এবং PET পরীক্ষায় উত্তীর্ণ হবেন কেবল সেইসব প্রার্থীরা Final Combined competitive examination বা Main Exam পরীক্ষায় বসতে পারবেন। Main Exam -এ উত্তীর্ণ হলেই সরাসরি ইন্টারভিউ।
WBP Sub Inspector Apply Now
WBP SI Preliminary Syllabus
| Subject | No. of Questions | Marks |
| General Studies | 50 | 100 |
| Logical & Analytical Reasoning | 25 | 50 |
| Arithmetic | 25 | 50 |
| Total | 100 | 200 |
| Duration | 90 Min |
| Exam Type | MCQ |
| Negetive Marking | 0.25 |
WBP SI Physical Measurement Test
| পদের নাম | জাতি | উচ্চতা (cm) | ছাতি (cm) | ওজন (kg) |
| সাব ইন্সপেক্টর (UB) | গোর্খা, রাজবংশী, গাড়ওয়ালিস ও সিডিউল ট্রাইব | 160 | 76 সেমি + 5 সেমি প্রসারণ | 52 |
| বাকি সবার ক্ষেত্রে | 167 | 79 সেমি + 5 সেমি পর্যন্ত | 56 |
| সাব ইন্সপেক্টর (AB) | গোর্খা, রাজবংশী, গাড়ওয়ালিস ও সিডিউল ট্রাইব | 163 | 81 সেমি + 5 সেমি প্রসারণ | 54 |
| বাকি সবার ক্ষেত্রে | 173 | 86 সেমি + 5 সেমি প্রসারণ | 60 |
WBP LSI Physical Measurement Test
| পদের নাম | জাতি | উচ্চতা (cm) | ছাতি (cm) | ওজন (kg) |
| লেডি সাব-ইন্সপেক্টর (UB) | গোর্খা, রাজবংশী, গাড়ওয়ালিস ও সিডিউল ট্রাইব | 155 | - | 45 |
| বাকি সবার ক্ষেত্রে | 160 | - | 48 |
WBP SI & LSI Physical Efficiency Test
| পদের নাম | দূরত্ব (m) | সময়সীমা (min) |
| Male Sub Inspector (UB & AB) | 800 | 3 |
| Lady Sub Inspector (UB, Female) | 400 | 2 |
WBP Sub Inspector Main Exam Syllabus
| Paper | Subject | Marks | Time |
| I | General Studies | 50 | 2 Hrs |
| Logical & Analytical Reasoning | 25 |
| Arithmetic | 25 |
| II | English | 50 | 1 Hrs |
| III | Bengali/ Hindi/ Urdu/ Nepali | 50 | 1 Hrs |
| Total Marks 200 |
| Exam Type Descriptive |
WBP Sub Inspector Interview
যেসব প্রার্থীরা Main Exam পাশ করবেন কেবল তারাই ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টে অংশগ্রহণ করতে পারবেন। ইন্টারভিউ হবে 30 নম্বরের। তার মধ্যে অন্তত 8 নম্বর পেলেই পাশ করা যাবে।
Download Syllabus