পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুখবর। রাজ্য পুলিশের বিভিন্ন বিভাগে শুরু হচ্ছে নিয়োগ প্রক্রিয়া। মুখ্যমন্ত্রীর ঘোষণা, শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া সারতে হবে শীঘ্রই। সেইমতো অফিসিয়াল ওয়েবসাইটে নিয়োগ সম্পর্কিত প্রয়োজনীয় তারিখগুলি ঘোষণা করছে বোর্ড। সাব ইন্সপেক্টর, কনস্টেবল, সিভিক ভলান্টিয়ার আর জেল পুলিশ পদে নিয়োগ কর্মসূচি শুরু হতে চলেছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড জেল পুলিশ ও লেডি জেল পুলিশ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ও ফর্ম ফিল আপ শুরুর তারিখ ঘোষণা করেছে।
পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে, একগুচ্ছ শূন্যপদে জেল পুলিশ ও লেডি জেল পুলিশ নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী ৬ অগাস্ট, ২০২৩ থেকে। অতএব নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও ফর্ম ফিল আপ শুরু পেতে পারে সেদিনই। আজকের প্রতিবেদনে এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল।
আরও পড়ুনঃ রাজ্য পুলিশের ২৫০০ শূন্যপদে কনস্টেবল নিয়োগ
যোগ্যতা- মাধ্যমিক পাশ প্রার্থীরা জেল পুলিশ বিভাগে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। মহিলা ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদনযোগ্য। তবে কম্পিউটারে আলাদা করে দক্ষতা থাকতে হবে। দৈহিক উচ্চতার দিকটিও আলাদা করে উল্লেখ করা হবে বিজ্ঞপ্তিতে। প্রার্থীরা অফিসিয়াল নোটিশ থেকেই সবটা জানতে পারবেন। আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য কিছু ছাড় রয়েছে।
আবেদন পদ্ধতি- আশা করা যাচ্ছে, আগ্রহী প্রার্থীরা আগামী ৬ অগাস্ট, ২০২৩ থেকে আবেদন জানাতে পারবেন। আবেদন জানানো যাবে সরাসরি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট (prb.wb.gov.in) থেকে বা (wbpolice.gov.in) থেকে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলে বিস্তারিত জানতে পারবেন প্রার্থীরা। পরীক্ষার তারিখও জানিয়ে দেওয়া হবে। এ বিষয়ে পরবর্তী আপডেট পেতে পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েবসাইটে নজর রাখবেন। এছাড়া Exam Bangla-এর পাতায় আপনাদের জন্য আপডেট দিয়ে দেওয়া হবে।
আরও পড়ুনঃ কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর পদে নিয়োগ শুরু শীঘ্রই