West Bengal Pollution Control Board Admit Card Download: গত 10 ডিসেম্বর, 2020 তারিখ পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ বোর্ড বা West Bengal Pollution Control Board -এর তরফ থেকে মাধ্যমিক/ উচ্চ মাধ্যমিক পাশ সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। 10 ডিসেম্বর, 2020 তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রথম ধাপের কম্পিউটার বেসড টেস্ট (CBT) হওয়ার কথা ছিল 24 ও 25 জানুয়ারি। কিন্তু গোটা রাজ্য জুড়ে প্রচুর চাকরি প্রার্থী আবেদন করায় পরীক্ষা গ্রহণের দিন সংখ্যা বাড়ানো হয়েছে। 24 ও 25 জানুয়ারি সহ আরও পরবর্তী চার দিন পরীক্ষা নেওয়া হবে।
WBPCB Exam Date and Admit Card Download:
এদিনের বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষা হবে 24, 25, 27, 28, 29, 30, 31 জানুয়ারি। পাশাপাশি করোনা পরিস্থিতি মাথায় রেখে পরীক্ষা কেন্দ্রের সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে। পরীক্ষা কেন্দ্র হিসেবে কলকাতা, শিলিগুড়ি, দুর্গাপুর, খড়গপুর -এর সাথে মালদা, বহরমপুর, বর্ধমান, বাঁকুড়া ও আসানসোল শহরকে পরীক্ষা কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। আবেদনকারীরা যেন নিজ নিজ জেলার পার্শ্ববর্তী পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিতে পারে, তার জন্য পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। পরীক্ষার্থীরা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন 11 জানুয়ারি, 2021 তারিখ থেকে। চাকরী সংক্রান্ত যেকোন আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন- ক্লিক করুন।
Download Admit Card (available from 11 january)
West Bengal Pollution Control Board Admit Card Download