পলিটেকনিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের জন্য সুখবর। যে সকল প্রার্থীরা পলিটেকনিক পরীক্ষার আবেদন জানাতে চান তাঁরা ৩রা মে থেকে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। জেক্সপো এবং ভোকলেটের প্রবেশিকায় বসার জন্য ৩রা মে তারিখ থেকে ফের চালু হচ্ছে অনলাইন পোর্টাল। আগামী ১৮ই মে পর্যন্ত আবেদন জানাতে পারবেন প্রার্থীরা। আগ্রহীরা (www.webscte.co.in) এবং (www.sctvesd.wb.gov.in) ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
পাশাপাশি, পরিবর্তন করা হয়েছে পলিটেকনিক পরীক্ষার তারিখ। শুক্রবার কারিগরি শিক্ষাদপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এর আগের বিজ্ঞপ্তি অনুসারে, জেক্সপো এবং ভোকলেটের মাধ্যমে পলিটেকনিক এর দুটি স্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষা হওয়ার কথা ছিল ৬ই মে তারিখ নাগাদ। তবে বর্তমানে জানানো হয়েছে, পরিবর্তিত পরীক্ষার দিনটি হলো ৩রা জুন। ওই দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেক্সপো এবং বেলা ১:৩০ থেকে বেলা ৩:৩০টে পর্যন্ত ভোকলেটের পরীক্ষা নেওয়া হবে।
আরও পড়ুনঃ রাজ্যের ডি.এল.এড কলেজ নিয়ে কড়া সিদ্ধান্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের
প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চ মাসে প্রথম দফার আবেদন গ্রহণ করা হয়েছিল। তবে সে সময় পর্যাপ্ত আবেদন জমা পড়েনি। যাতে আরো বেশি সংখ্যক মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীরা আবেদন জমা করতে পারেন, তার জন্য ফের একবার পোর্টাল চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, রাজ্যে সরকারি ও বেসরকারি মিলিয়ে পলিটেকনিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে আসন সংখ্যা ৪০ হাজার। দুটি প্রবেশিকায় উত্তীর্ণ হলে ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি, হোটেল ম্যানেজমেন্ট, ফার্মেসি, পার্ট টাইম ডিপ্লোমার মতো কোর্সে ভর্তি হতে পারেন প্রার্থীরা।