পশ্চিমবঙ্গের বিদ্যুৎ উন্নয়ন বিভাগের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোন ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত নিচে উল্লেখ করা হলো।
পদের নাম- সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল।
মোট শূন্যপদ- ৪ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে PGDCA/ B.SC (Computer Science)/ BCA/ DOEACC -তে তিন বছরের ‘A’ লেভেল কোর্স করা থাকলে আবেদন করতে পারবেন। সঙ্গে ইনস্টলেশন, মেনটেনেন্স, এপ্লিকেশন সফটওয়্যার ও এমপ্লয়মেন্ট সাপোর্টে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- প্রতিমাসে বেতন ১৬ হাজার টাকা।
চাকরির খবরঃ স্বাস্থ্য দপ্তরে ৭০০ শূন্যপদে কর্মী নিয়োগ
পদের নাম- সফটওয়্যার ডেভলপার।
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা– সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট (CCNA) থেকে আইটি/ কম্পিউটার সাইন্সে ফার্স্ট ক্লাসে MCA/ MSC/ BE/ B.Tech কোর্স পাশ করা থাকতে হবে। সঙ্গে সফটওয়্যার ডিজাইনিং, ডেভেলপমেন্ট, ডকুমেন্টেশন ও এমপ্লয়মেন্ট সাপোর্টে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- প্রতিমাসে বেতন ২৫ হাজার টাকা।
আবেদন পদ্ধতি- আবেদনকারীকে ইমেইলের মাধ্যমে আবেদন করতে হবে। নিচের দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে receiptpowerdepartment@gmail.com -এ ইমেইল করতে হবে।
আবেদনের শেষ তারিখ- ১৫ সেপ্টেম্বর, ২০২২
চাকরির খবরঃ জেলায় জেলায় আশা কর্মী নিয়োগ
Official Notification: Download Now
Official Website: Click Here
Daily Job Update: Click Here