আগামী ১১ই ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিল প্রাইমারি টেট পরীক্ষা ২০২২। পরীক্ষায় অংশগ্রহণ করেন প্রায় সাত লক্ষ পরীক্ষার্থী। রাজ্যের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে একাধিক বিধিনিষেধের মধ্যে আয়োজিত হয়েছিল টেট পরীক্ষা। এরপর পরীক্ষা মিটতে জানানো হয়েছিল, শীঘ্রই ফলপ্রকাশ করে নিয়োগ প্রক্রিয়াকে দ্রুততর করতে তৎপর প্রাথমিক শিক্ষা পর্ষদ। সম্প্রতি সূত্রের খবর, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই প্রকাশ পেতে চলেছে প্রাইমারি টেট পরীক্ষার ফলাফল।
ডিসেম্বরে আয়োজিত হওয়া প্রাইমারি টেট নিয়ে প্রথম থেকেই তৎপর ছিল রাজ্য প্রশাসন থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবারের টেটে লক্ষ্য করা গিয়েছিল বাড়তি সতর্কতাও। বলা যায় কার্যত সুষ্ঠু ভাবেই সম্পন্ন হয় টেট পরীক্ষা। সম্প্রতি কিছুদিন আগেই প্রাইমারি টেটের ‘অ্যানসার কি’ প্রকাশ করে পর্ষদ। বৃহস্পতিবার পর্যন্ত ছিল সেই ‘অ্যানসার কি’ নিয়ে চ্যালেঞ্জ জানানোর সময়সীমা। ইতিমধ্যেই বেশ কিছু প্রশ্নের উত্তর নিয়ে আপত্তি তুলেছেন পরীক্ষার্থীরা। বর্তমানে অভিযোগগুলি খতিয়ে দেখা হচ্ছে পর্ষদের তরফে। এরপর বিশেষজ্ঞ কমিটির মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
Primary TET Answer Key: Download Now
পর্ষদ জানিয়েছিল, এবারের টেট পরীক্ষার ফলাফল এক সপ্তাহের মধ্যেই প্রকাশ করা হবে। তবে নানা কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। তবে সম্প্রতি সূত্রের খবর, ‘অ্যানসার কি‘ সম্পর্কিত অভিযোগগুলির বিবেচনা সেরে আগামী মাসের শুরুতেই ফলাফল প্রকাশ সারতে চাইছে পর্ষদ। সেইমতো সব ঠিক থাকলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই প্রাইমারি টেটের ফলাফল প্রকাশ পেতে চলেছে বলেই জানা যাচ্ছে।