নতুন সেশন শুরু হওয়ার কয়েকদিন আগেই বড় ধামাকা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায়! সেমিস্টার সিস্টেম শুরু হতে চলেছে প্রাথমিক বিদ্যালয় গুলিতেও। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের প্রতিবছর দুটি করে সেমিস্টার পরীক্ষা দিতে হবে বলে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে।
পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের প্রাথমিক শিক্ষাজীবন থেকেই পরবর্তী সময়ের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর জন্য প্রস্তুত করা হবে। এর জন্যই প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে রাজ্যের সমস্ত প্রাথমিক বিদ্যালয় গুলিতে সেমিস্টার পদ্ধতির মাধ্যমে পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এই বিষয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন পাওয়া গিয়েছে বলে জানান পর্ষদের সভাপতি গৌতম পাল। সরকারের অধীনে থাকা সমস্ত প্রাথমিক বিদ্যালয় গুলিতেই এই নিয়ম জারি থাকবে বলে জানানো হয়েছে।
কেন্দ্রীয় সরকারের প্রাথমিক শিক্ষা আইন অনুসারে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের জন্য ‘নো ডিটেনশন’ পলিসি মোতায়েন রয়েছে। সেই কারণেই প্রাথমিক পর্যায় থেকেই সমগ্র শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করার উদ্যোগ নিয়েছে পর্ষদ।
প্রাথমিক শিক্ষায় সেমিস্টারের নিয়ম
১) প্রতিবছরকে মোট দুটি সেমিস্টারে ভাগ করা হবে। যেখানে প্রথম ছয় মাস অর্থাৎ জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত সময়কালের মধ্যে প্রথম সেমিস্টার হবে এবং দ্বিতীয় ছয় মাস অর্থাৎ জুলাই মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যবর্তী সময়ে দ্বিতীয় সেমিস্টারের পড়াশোনা হবে।
২) প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীতে মোট ৮০০ ঘন্টা অতিক্রম করতে হবে বলে জানানো হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে এক একটি সেমিস্টারের মোট ৩৭৬ ঘন্টা পাঠক্রম রাখতে হবে।
৩) অপরদিকে তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর প্রতিটি সেমিস্টারে মোট ৪৬০ ঘন্টা নিয়োগ করতে হবে। এক্ষেত্রে গোটা শিক্ষা বর্ষে ১০০০ ঘন্টা অতিক্রান্ত করার কথা বলা হয়েছে।
৪) পর্ষদের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের প্রশ্নপত্র প্রদান করা হবে। এক্ষেত্রে সমগ্র পশ্চিমবঙ্গের সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলিতে একই নিয়মে পড়াশোনা করতে হবে ছাত্রছাত্রীদের।
৫) লিখিত পরীক্ষার মোট সময়সীমা থাকবে ৬০ ঘন্টা।
৬) পর্ষদের পক্ষ থেকে প্রকাশিত মার্কশিটের মধ্যে ছাত্র-ছাত্রীদের ক্রেডিট পয়েন্ট দেওয়া থাকবে। পরবর্তী সময়ে সর্বভারতীয় পরীক্ষাগুলির ক্ষেত্রে বিদ্যালয় জীবনের এই ক্রেডিট পয়েন্টগুলি কাজে আসবে।
শিক্ষার প্রতি ছাত্র-ছাত্রীদের আগ্রহ বিকাশের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে পর্ষদ। ২০২৫ সালের নতুন শিক্ষাবর্ষ থেকেই পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয় গুলিতে সেমিস্টার নিয়ম শুরু হয়ে যাবে বলে শুক্রবার ঘোষণা করেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল।