WB Teacher Recruitment: প্রাথমিক শিক্ষক মামলায় সমস্ত মামলাকারীদের চাকরির নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামী তিন মাসের মধ্যে প্রাথমিক শিক্ষক পদে প্রায় ৪০০ জন চাকরিপ্রার্থীকে দিতে হবে চাকরি। সম্প্রতি এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। তবে সাম্প্রতিক কোন নিয়োগ প্রক্রিয়া নয়, পূর্বের একটি নিয়োগ প্রক্রিয়া সম্পর্কিত শুনানিতে এই রায় দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি।
পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারের শেষ সময়ে প্রায় ১,৯০০ শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। নিয়োগ প্রক্রিয়া শুরুর পরবর্তী বছরই রাজ্যে সরকার পরিবর্তন হওয়ার পর ওই নিয়োগের প্যানেল বাতিল করেছিল নতুন সরকার। পরবর্তীতে নতুন করে প্যানেল প্রকাশ করেছিল তৎকালীন সরকার। সরকারের এই সিদ্ধান্তর বিরুদ্ধেই মামলা করেছিলেন তৎকালীন চাকরিপ্রার্থীদের একাংশ। কলকাতা হাইকোর্ট হয়ে সেই মামলা গড়িয়েছিল দেশের সর্বোচ্চ আদালতে। মামলা সুপ্রিম কোর্টে গড়ানোর পর সুপ্রিমকোর্টের নির্দেশ ছিল, যে সকল চাকরিপ্রার্থীরা পূর্ববর্তী বিজ্ঞপ্তি অনুসারে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন তাদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ দিতে হবে। কোন নতুন প্রার্থী সেই নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ পাবেন না।
চাকরির খবরঃ ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ
সেই মতো নিয়োগ প্রক্রিয়া শুরু হয় এবং ২০১৪ সাল নাগাদ নিয়োগ প্রক্রিয়া শুরু করা হলেও বেশ কিছু জন চাকরিপ্রার্থী এখনো চাকরি পাননি। এই সংক্রান্ত মামলার শুনানির চলাকালীন সম্প্রতি কলকাতা হাইকোর্টে চাকরিপ্রার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে প্যানেল তৈরি করেছিল রাজ্য সরকার। প্যানেলে নতুন চাকরিপ্রার্থীদের নাম যেমন অন্তর্ভুক্ত করা হয়েছে তেমন বেশ কিছু অযোগ্য চাকরিপ্রার্থীদেরও প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ করা হয়েছে। একসময় এই মামলার শুনানি চলেছিল হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলীর এজলাসে। পরবর্তী সময়ে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এই মামলার শুনানি হয়। এই সংক্রান্ত মামলায় এবার ৪০০ জন চাকরিপ্রার্থীকে আগামী তিন মাসের মধ্যে নিয়োগপত্র দেওয়ার নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি।