চলতি বছরের ডিসেম্বর মাসে ফের প্রাইমারি টেট পরীক্ষার আয়োজন করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। শেষ হয়েছে আবেদন গ্রহণ প্রক্রিয়া। পুজোর পরেই টেট পরীক্ষা হওয়ায় এখন আগাম প্রস্তুতি চলছে অন্দরে। শিক্ষক নিয়োগে দুর্নীতি যাতে প্রবেশ করতে না পারে তার জন্য একাধিক পদক্ষেপ নিচ্ছে পর্ষদ। আগের বছরের মতো এবছরেও প্রাইমারি টেটে কড়া নজরদারি চলবে বলে জানা যাচ্ছে। তবে এবার নিরাপত্তা ব্যবস্থায় আরও কড়াকড়ি হবে বলেই জানিয়েছে পর্ষদ।
প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল এর আগে জানিয়েছিলেন, বছরে দুবার আয়োজিত হবে টেট। সে সিদ্ধান্ত এখনও বাস্তবায়ন না হলেও চলতি বছরে টেট নেওয়ার ঘোষণা কিছুদিন আগেই করেছে পর্ষদ। ডিসেম্বরের ১০ তারিখ রাজ্য জুড়ে আয়োজিত হবে প্রাথমিক শিক্ষক নিয়োগের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা টেট। হাজার হাজার চাকরিপ্রার্থীর আবেদন জমা পড়ায় শূন্যপদের জন্য প্রতিযোগিতা বাড়বে বলেই মনে করছেন পর্ষদ কর্তারা। এর মধ্যে পর্ষদ সূত্রে খবর, চলতি বছরের টেটে থাকবে বাড়তি নিরাপত্তা। সিসিটিভি নজরদারির পাশাপাশি থাকবে বায়োমেট্রিক প্রক্রিয়া। তাছাড়া পরীক্ষা কেন্দ্রগুলির নিরাপত্তা বৃদ্ধিতে আরও বেশি নজর দেবে পর্ষদ ও রাজ্য প্রশাসন।
আরও পড়ুনঃ স্কুল শিক্ষকদের নিয়ে বিরাট সিদ্ধান্ত জানাল কলকাতা হাইকোর্ট
প্রসঙ্গত, প্রাথমিকের নিয়োগ জট এখনও কাটেনি। আগের বছরের টেটে উত্তীর্ণ হওয়া প্রার্থীরা কবে নিয়োগ পাবেন তা এখনও অজানা। এদিকে বছর বছর টেট হওয়ায় উত্তীর্ণর সংখ্যা ক্রমশ বাড়ছে। যা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন চাকরিপ্রার্থীরা। অন্যদিকে রাজ্য সরকারের আশ্বাস, জটিলতা কাটিয়ে শীঘ্রই নিয়োগ পাবেন যোগ্য প্রার্থীরা।