অবশেষে প্রকাশিত হল প্রাইমারি টেট পরীক্ষার এডমিট কার্ড। পরীক্ষার তারিখ আগেই ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। পরীক্ষা হবে আগামী 31 জানুয়ারি, 2021. এদিন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে 31 জানুয়ারির প্রাইমারি টেট পরীক্ষার এডমিট কার্ড প্রকাশ করা হয়েছে। পরীক্ষা শুরু হবে দুপুর 1 টা থেকে। প্রাইমারি টেট পরীক্ষার এডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবেন, এই সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পরীক্ষার্থীদের সুবিধার্থে এডমিট কার্ড ডাউনলোড করার ডাইরেক্ট লিংক দেওয়া হয়েছে। প্রাইমারি টেট পরীক্ষার এডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবেন এক নজরে দেখে নিন-

প্রাইমারি টেট এডমিট কার্ড ডাউনলোড
[quads id=10]
Step- 1: প্রথমেই আপনাকে http://wbbprimaryeducation.org ওয়েবসাইটে যেতে হবে।
Step- 2: উপরের ওয়েবসাইটের নিচের দিকের অংশে “DOWNLOAD MY TET- 2017 ADMIT CARD” লেখা থাকবে, ওই অংশে ক্লিক করতে হবে। নীচের ছবিতে দেখানো হলো,
Step- 3: নতুন পেজে আপনার সামনে দুটি অপশন থাকবে। আপনি দুটি পদ্ধতিতে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। নিজের জেলা, নিজের নাম এবং জন্মতারিখের মাধ্যমে, অপর মাধ্যমটি হলো ইউজার আইডি বা অ্যাপ্লিকেশন নম্বরের মাধ্যমে। নিজের সুবিধামতো যেকোনো একটি পদ্ধতিতে এডমিট কার্ড ডাউনলোড করবেন। এই কয়েকটি স্টেপ অনুসরণ করে আপনি নিজের এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। নীচে চিত্র আকারে দেখানো হলো-

[quads id=10]



প্রাইমারি টেট এডমিট ডাউনলোড 👇👇👇👇👇
[quads id=10]
ওপরের পেজটি মোবাইলে খুলতে অসুবিধা হলে ব্রাউজারে ‘Desktop site’ চালু করে নেবেন। দিলে পেজটি খুলে যাবে।








