অন্যান্য খবর

ডিসেম্বরেই টেট পরীক্ষা! এই মাস থেকেই শুরু হবে আবেদন, বিজ্ঞপ্তি প্রকাশ করল পর্ষদ

চলতি বছরের শেষেই আয়োজিত হবে প্রাইমারি টেট পরীক্ষা। কবে থেকে আবেদন গ্রহণ শুরু হবে, কারা করতে পারবেন আবেদন, বিস্তারিত পড়ুন আজকের প্রতিবেদনে।

Advertisement

চলতি বছরের শেষে আয়োজিত হতে চলেছে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা (TET)। একগুচ্ছ শূন্যপদে নিয়োগ কর্মসূচি গ্রহণ করতে পারে রাজ্য। কিছুদিন আগে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছিলেন, বছরে দুবার করে আয়োজিত হবে টেট। গত বছরের শেষের দিকে অনুষ্ঠিত হয়েছিল প্রাইমারি টেট পরীক্ষা (২০২২)। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে হয় তার ফলপ্রকাশ। অন্যদিকে, প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউও নিচ্ছে পর্ষদ। কিন্তু আদালতের নির্দেশের কারণে থমকে গিয়েছে নিয়োগ প্রক্রিয়া। সূত্রের খবর, এরইমধ্যে ফের টেট নেওয়ার কথা ভাবছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তার জন্য শীঘ্রই প্রকাশ হতে পারে বিজ্ঞপ্তি।

সাধারণত ডিসেম্বরে টেট পরীক্ষা হলে তার মাস দুই- তিন আগে বিজ্ঞপ্তি প্রকাশ করে পর্ষদ। যোগ্যতা, সিলেবাস, আবেদন প্রক্রিয়া সম্পর্কিত তথ্য, ও পরীক্ষার সম্ভাব্য দিনক্ষণ জানানো থাকে সেখানে। সূত্রের খবর, চলতি মাসের মধ্যে অথবা পরের মাসে টেট বিজ্ঞপ্তি জারি করবে পর্ষদ। তার পরেই শুরু হবে আবেদন গ্রহণ। চলতি বছরের শেষে যদি সত্যিই টেট আয়োজিত হয় তবে তার এক, দুই মাস আগে আবেদন গ্রহণ সম্পন্ন করতে চাইবে পর্ষদ। পুজো ও নানান উৎসব থাকায় অক্টোবর মাসের আগে পরে আবেদন পদ্ধতি সম্পন্ন হতে পারে। যদিও সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে এখনই মুখ খুলতে নারাজ পর্ষদ সভাপতি। আশা করা যাচ্ছে, কিছু দিনের মধ্যেই এ বিষয়ে জানা যাবে বিস্তারিত।

আরও পড়ুনঃ পুজোর আগেই ১০ হাজার টাকা পাবেন রাজ্যের পড়ুয়ারা

আগের বারের মতো এবছরেও টেটে থাকছে কড়া পাহারা ও নজরদারির বন্দোবস্ত। সিসিটিভি ক্যামেরা-সহ নিশ্ছিদ্র নিরাপত্তায় টেট পরীক্ষা আয়োজনের কথা ভাবছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। গোটা বিষয়টি নিয়ে আলোচনা চলছে অন্দরে। এদিকে, ক্রমাগত টেট পাশ প্রার্থীদের সংখ্যা বৃদ্ধি ও নিয়োগে জট চলায় নতুন করে নিয়োগ আদৌ শুরু হবে নাকি, তা নিয়ে সংশয় দানা বাঁধছে। আগের নিয়োগ শেষ না হলে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ হবে না বলেও জানাচ্ছে একটি রিপোর্ট। তবে আদৌ কোন পথে এগোবে পর্ষদ তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে চাকরিপ্রার্থীদের।

চাকরির খবরঃ এই মুহূর্তে যেসব চাকরির আবেদন চলছে

টেট পরীক্ষা

Related Articles