রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য স্বস্তির খবর। নতুন টেটের বিজ্ঞপ্তি প্রকাশ করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই বিজ্ঞপ্তিতে রাজ্যে পরবর্তী টেট পরীক্ষার দিন ঘোষণা করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় এই বছরের শেষের দিকে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা অর্থাৎ টেট পরীক্ষা নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরোও জানানো হয় পূজোর আগেই ১১ হাজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হবে। এই শূন্যপদে আবেদন করতে পারবেন যারা অতীতে টেট উত্তীর্ণ হয়েছেন তারা এবং প্রাথমিকে ট্রেনিংপ্রাপ্ত চাকরীপ্রার্থীরা। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল দায়িত্ব নিয়েই সাংবাদিকদের জানিয়েছিলেন এবার থেকে প্রতি বছর টেট পরীক্ষা নেওয়া হবে। এমনকি তার বক্তব্য ছিল বছরে দুইবার টেট পরীক্ষার কথাও ভাবা হচ্ছে।
Primary TET Previous Year Question Paper
পুজোর আগেই সম্পূর্ণ বিজ্ঞপ্তি অর্থাৎ ফর্ম পূরণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এদিনের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১১ ডিসেম্বর রাজ্যে প্রাথমিক টেট পরীক্ষা নেওয়া হবে। পুজোর আগেই এই খবরে খুশি চাকরিপ্রার্থীরা।