চলতি বছরে ফের আয়োজিত হতে চলেছে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা (টেট)। বছরের শেষে ডিসেম্বর মাসে আয়োজিত হবে পরীক্ষাটি। গত বছরের ১১ ডিসেম্বর প্রাইমারি টেট নিয়েছিল পর্ষদ। টেট উত্তীর্ণ হন প্রায় দেড় লক্ষ পরীক্ষার্থী। এদিকে প্রাথমিকের শিক্ষক নিয়োগ একের পর এক জটিলতার সম্মুখীন। সাত-আট বছর ধরে ক্রমাগত বাড়ছে টেট পাশ প্রার্থীদের সংখ্যা। কিন্তু নিয়োগের সুফল না মেলায় তীব্র অসন্তোষ বাড়ছে চাকরিপ্রার্থী মধ্যে।
সূত্রের খবর, চলতি বছরের ডিসেম্বরে আয়োজিত হবে টিচার এলিজিবিলিটি টেস্ট (TET)। ডিসেম্বর মাসের ১০ অথবা ১৭ তারিখের মধ্যে নির্দিষ্ট কোনো একটি দিনে টেট নিতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সাধারণত, টেট পরীক্ষা আয়োজনের বেশ কিছু মাস আগেই বিজ্ঞপ্তি প্রকাশ হয়। তারপর আবেদন গ্রহণ চলে দুই-তিন মাস ধরে। তারপর অ্যাডমিট প্রকাশ করে পরীক্ষার বন্দোবস্ত হয় রাজ্যে। সূত্র মারফত জানা যাচ্ছে, চলতি মাসেই টেটের বিজ্ঞপ্তি জারি করবে পর্ষদ। বিস্তারিত জানা যাবে তখনই।
আরও পড়ুনঃ রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর
[quads id=10]
আগে পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছিলেন, বছরে দুবার করে আয়োজিত হবে প্রাইমারি টেট। তবে চলতি বছরের জন্য একেবারে বছরের শেষেই টেট নেবে বলে ঠিক করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ইতিমধ্যে সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে জোরদার বৈঠক চলছে। আগের বারের মতো এবছরেও নিরাপত্তায় থাকছে চূড়ান্ত কড়াকড়ি। চলতি মাসের মধ্যেই আসতে চলেছে অফিসিয়াল নোটিফিকেশন। তাই পর্ষদের ওয়েবসাইটে নজর রাখুন চাকরিপ্রার্থীরা।
[quads id=10]







