রাজ্যের বিভিন্ন জেলায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিভিন্ন শাখায় বিভিন্ন পদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম- পিওন (গ্রূপ-ডি)
মোট শূন্যপদ- ৬৩ টি। বিভিন্ন সার্কেল অনুযায়ী শূন্যপদ হলো: কলকাতা ও উত্তর 24 পরগনা- ১৩ টি, পুরুলিয়া- ১০ টি, দক্ষিণ 24 পরগনা- ১৫ টি, হুগলি- ১৫ টি, বাঁকুড়া- ১০ টি।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ।
বয়স- ০১/০১/২০২২ প্রার্থীর বয়স ১৮ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
নিয়োগ পদ্ধতি- প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও বয়সের উপর ভিত্তি করে প্রার্থী নির্বাচিত করা হবে।
আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। একটি সাদা কাগজে নির্দিষ্ট বয়ানে প্রার্থীকে আবেদনপত্র পূরণ করতে হবে। এছাড়াও বিজ্ঞপ্তি সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে www.pnbIndia.in এই ওয়েবসাইট ভিজিট করুন। পূরণ করা আবেদনপত্রটি একটি মুখ বন্ধ খামে ভরে তার ওপর বড় বড় করে লিখতে হবে, Application for the post of PEON in subordinate Carde 2021- 2022
আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত নথি যোগ করতে হবে তা নিম্নোক্ত-
১) শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
২) কাস্ট সার্টিফিকেট।
৩) স্কুল লিভিং সার্টিফিকেট।
৪) রেসিডেন্সিয়াল সার্টিফিকেট।
৫) প্যান কার্ড/ আধার কার্ড।
৬) সম্প্রতি তোলা এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ফটো।
৭) বয়সের প্রমাণপত্র।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
কলকাতা ও উত্তর ২৪ পরগনা জেলার ক্ষেত্রে- The DY Circle Head,HRD Department Punjab National Bank, Circle Office, Kolkata North 5th Floor, Oriental Bank house,DD- 11,Salt Lake, Sector- 1, Kolkata- 700064,
দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্ষেত্রে- সরকারি মণ্ডল প্রমুখ (এইচ. আর), পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক,সার্কেল অফিস, দক্ষিণ ২৪ পরগনা পদ্মপুকুর বারুইপুর কলকাতা- ৭০০১৪৪,
পুরুলিয়া ও বাঁকুড়া জেলার ক্ষেত্রে- ডেপুটি সার্কেল হেড, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সার্কেল অফিস, পুরুলিয়া, এইচ. আর. ডি. ডিপারমেন্ট, শশধর গাঙ্গুলী রোড, রাজাবাঁধপাড়া, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ, পিন- ৭২৩১০১,
হুগলি জেলার ক্ষেত্রে- The Chief Manager, HRD Department, Circle Office Hooghly, 23A, Rai M. C. Lahiri Bahadur Street, Serampore, Hooghly- 712201.
আবেদন করার শেষ তারিখ- পুরুলিয়া ,বাঁকুড়া, কলকাতা ও উত্তর 24 পরগনা জেলার ক্ষেত্রে ১৫ ই মার্চ, দক্ষিণ 24 পরগনা জেলার ক্ষেত্রে ১১ ই মার্চ, হুগলি জেলার ক্ষেত্রে ২১ শে মার্চ।
রাজ্য ও কেন্দ্র সরকারের যেকোনো চাকরির খবর সর্বপ্রথম পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন, Join Now- Click Here
আরও পড়ুনঃ
বাংলা সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগ
মাধ্যমিক পাশে আশা কর্মী নিয়োগ
ইনকাম ট্যাক্স দপ্তরে চাকরির সুযোগ
Source: কর্মসংস্থান (১২ মার্চ, ২০২২)