গরমের ছুটি কাটিয়ে এদিন বৃহস্পতিবার থেকে শুরু হল স্কুলের পঠনপাঠন। প্রথম দিনেই দলে দলে উপস্থিত হয়েছেন পড়ুয়ারা। এর আগে তাপপ্রবাহের কারণে এগিয়ে আনা হয়েছিল গ্রীষ্মাবকাশ। কিন্তু এবার তাপপ্রবাহের মাঝেই স্কুল খুলল রাজ্যে। এই অতিরিক্ত গরমের মধ্যে পড়ুয়ারা যাতে অসুস্থ হয়ে না পড়েন তার জন্য এবার স্কুলে স্কুলে জারি করা হল বিশেষ নির্দেশিকা।
আগামী ১৭ তারিখ পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ফলে আরও বেশ কিছুদিন অস্বস্তিকর গরম সহ্য করতে হবে বঙ্গবাসীকে। এহেন পরিস্থিতিতে স্কুলে যাতায়াতের সময় কিংবা স্কুলে থাকাকালীন সময়ে পড়ুয়াদের সুস্থতার স্বার্থে বেশ কিছু পদক্ষেপ নিল রাজ্য। সূত্রের খবর, রাজ্যের তরফে নির্দেশ, অতিরিক্ত গরমে পড়ুয়াদের জন্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে স্কুল কর্তৃপক্ষকে। যেমন, খোলা মাঠ কিংবা উঠোনে প্রার্থনার সময় ছাত্রছাত্রীদের যাতে গরম না লেগে যায়, তার জন্য পদক্ষেপ নিতে হবে। এছাড়া সমস্ত ক্লাসে রাখতে হবে পাখা। প্রত্যেক তলায় রাখতে হবে ঠান্ডা জলের ব্যবস্থা।
আরও পড়ুনঃ রাজ্যের স্কুলগুলিতে বাতিল হল শনিবারের হাফছুটি
উল্লেখ্য, এই রকমই বেশ কিছু নির্দেশ পাঠানো হয়েছে রাজ্য সরকারের তরফে। তবে পরিস্থিতি বুঝে আগামী দিনে অন্যান্য পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, এতদিনের ছুটির ফলে সিলেবাস পিছিয়ে যাওয়ায় এবার একস্ট্রা ক্লাসের ব্যবস্থা করা হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে সিলেবাস কমপ্লিট সম্ভব হয়, সে বিষয়ে উদ্যোগী শিক্ষক, শিক্ষিকারা।