অন্যান্য খবর

আবারও ছুটি শুরু হল রাজ্যে! ছাত্র ছাত্রীদের একটানা ছুটির ঘোষণা করল নবান্ন

Advertisement

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। সেই তালিকায় এবার যুক্ত হল ‘ভোট পার্বণ’। রাজ্যের দুয়ারে কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট। আগামী ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচন বঙ্গে। ১১ জুলাই ফলপ্রকাশ। যার কারণে জোর তোড়জোড় চলছে রাজ্যের অন্দরে। ভোটের কারণে যে বেশ কিছুদিনের ছুটি পেতে চলেছেন তা আগের থেকেই আন্দাজ করেছিলেন ছাত্রছাত্রীরা। আর এবার সেই একটানা ছুটির ঘোষণা করল নবান্ন। প্রতিটি স্কুলের তরফে সে বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে পড়ুয়াদের।

প্রথমে খবর পাওয়া গিয়েছিল, পঞ্চায়েত ভোটের দুদিন আগের থেকেই ছুটি পড়ে যাচ্ছে রাজ্যে। ভোটের প্রস্তুতিজনিত কারণে ওই দুদিন বন্ধ থাকছে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়া সমস্ত সরকারি স্কুল, কলেজ ও প্রতিষ্ঠানগুলি। এই ছুটি চলবে পঞ্চায়েত ভোটের দিন ও পরের দিনেও। এছাড়া, ১০ জুলাই সোমবার দিনও ছুটি ঘোষণা করেছে নবান্ন। তার পরের দিন তথা ১১ জুলাই নির্বাচনের ফলাফল। অর্থাৎ বোঝা যাচ্ছে, ভোট কার্য শুরুর আগে থেকে ভোটের রেজাল্ট আসা পর্যন্ত ছুটি চলবে রাজ্যে। ৬ জুলাই থেকে ১০ জুলাইয়ের একটানা ছুটি পেতে চলেছেন পড়ুয়ারা।

আরও পড়ুনঃ রাজ্যে বিএড কোর্সে ভর্তি শুরু হলো

প্রসঙ্গত,জুলাই কাটলেই আগস্টের শুরুতে সেকেন্ড টার্ম পরীক্ষা। হাতে গোনা কয়েকদিনে কিভাবে সিলেবাস শেষ হবে তা নিয়ে কিছুটা চিন্তায় আছেন পড়ুয়ারা। ছুটির পর ছুটিতে ক্লাস বন্ধ থাকায় সিলেবাস সমস্যা আরও জটিল হয়েছে। বিশেষ করে যে সকল পড়ুয়াদের প্রাইভেট টিউশন নেই তাঁরা আরো সমস্যায় পড়েছেন। শিক্ষকরাও পর্যাপ্ত সময় পাচ্ছেন না সিলেবাস শেষের। তাই ছুটির আমেজের মধ্যেও পরীক্ষা চাপে চিন্তিত শিক্ষার্থীরা।

আবারও ছুটি শুরু হল রাজ্যে

Related Articles