স্কুল পড়ুয়ারাদের জন্য একঝাঁক ছুটির খবর এল বর্ষশেষে। ক্রিসমাস মরশুমে পরপর ছুটি পাবেন ছাত্রছাত্রীরা। ছুটি চলবে নতুন বছরের শুরু পর্যন্ত। সরকারি ক্যালেন্ডার অনুসারে, ২৪ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত ছুটি চলবে রাজ্যের স্কুলগুলিতে। পরপর একগুচ্ছ ছুটির ঘোষণায় মুখে হাসি ফুটলো কচিকাঁচাদের। বছর শেষে টানা ছুটিতে বেড়িয়ে আসা যাবে এদিক ওদিক।
ডিসেম্বরের পারদ পতনে উৎসবের মরশুম রাজ্য জুড়ে। এ সময় ক্রিসমাস ও নববর্ষের ছুটি পান স্কুল পড়ুয়ারা। বছরের একটি ছুটির ক্যালেন্ডার প্রকাশ করা হয় আগেই। তবে এছাড়াও নতুন ছুটি সংযুক্ত হয় সরকারি সিদ্ধান্ত মাফিক। সম্প্রতি স্কুল পড়ুয়াদের জন্য একটানা বারো দিনের ছুটির ঘোষণা হয়েছে। যা ডিসেম্বরের ২৪ তারিখ থেকে চলবে জানুয়ারির ৪ তারিখ পর্যন্ত। এই সময় বন্ধ থাকছে স্কুলের পঠনপাঠন। প্রসঙ্গত, বেশ কিছু দিন আগেই প্রাইমারি স্কুলগুলির ছুটির তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। নতুন ছুটির তালিকায় কমেছে বার্ষিক ছুটির সংখ্যা। পাশাপাশি, কম করা হয়েছে পুজোর টানা ছুটির দিনসংখ্যাও।
আরও পড়ুনঃ নতুন বছরে সরকারি কর্মীদের বেতন বাড়ছে ৮ হাজার টাকা
প্রাথমিক শিক্ষা পর্ষদের ছুটির ক্যালেন্ডার বলছে, ২০২৪ সালের দুর্গাপুজো থেকে কালীপুজো পর্যন্ত ছুটি থাকবে ১১ দিন। কালীপুজো ও ভাইফোঁটার ছুটি থাকবে চারদিনের। সাধারণত দুর্গাপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত একটা লম্বা ছুটি চলতো স্কুলে। তবে এবার থেকে পুরনো নিয়ম বদলে পুজোর ছুটির মাঝেই স্কুলের ক্লাস চলবে বলে জানিয়েছে পর্ষদ। নয়া সিদ্ধান্ত মতো, দুর্গাপুজো ও লক্ষ্মীপুজোর ছুটি থাকছে এবার ১১ দিন। আর দীপাবলির ছুটি থাকছে চারদিনের। পুজোর ছুটি চলবে ৭ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত। ১৮ অক্টোবরের পর আবার স্কুল খুলবে। এরই মাঝে বেশ কিছু দিন ক্লাস করে ৩১ অক্টোবর থেকে ৪ নভেম্বর দীপাবলি ও ভাইফোঁটার ছুটি পাবেন পড়ুয়ারা। এ প্রসঙ্গে পর্ষদের তরফে বক্তব্য, শিক্ষার্থীদের কথা চিন্তা করেই এহেন সিদ্ধান্ত হয়েছে। উৎসবের আনন্দের পাশাপাশি পড়াশোনাতেও যাতে কোনো সমস্যা না আসে, সেদিকটি বিবেচনা করেই ছুটি কমানোর সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ।