শিক্ষার খবর

Summer Vacation: আরও বাড়বে গরমের ছুটি? যে আভাস মিলছে শিক্ষা দফতর সূত্রে

Advertisement

তাপপ্রবাহের কারণে বাড়ানো হয়েছিল গরমের ছুটি। মে মাসের শেষের দিকে শিক্ষা দফতর ঘোষণা করে, ৫ জুন থেকে স্কুল খুলে যাচ্ছে রাজ্যে। কিন্তু উর্ধ্বমুখী পারদ ও তাপপ্রবাহের সতর্কতায় ফের স্কুল বন্ধের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ছুটি কাটিয়ে আগামীকাল থেকে চালু হতে চলেছে স্কুলের পঠনপাঠন।

এদিকে, দুই একদিন বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও ফের হাঁসফাঁস গরমে নাজেহাল বঙ্গবাসী। তাপপ্রবাহের সতর্কতাও রয়েছে। এই পরিস্থিতিতে স্কুল খুললে অসুস্থ হতে পারেন ছাত্রছাত্রীরা। অর্থাৎ যে কারণে ছুটি বাড়ানো হয়েছিল সেই গরমের পরিস্থিতি এখনও কাটায় কার্যত চিন্তায় রাজ্য। ইতিমধ্যে সূত্রের খবর, আবারও গরমের ছুটির মেয়াদ বাড়তে পারে। আর যদি এই সিদ্ধান্ত নেওয়া হয়, তবে শিক্ষা দফতরের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুনঃ পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করল শিক্ষা দফতর

প্রসঙ্গত, একটানা প্রায় দেড় মাস স্কুল বন্ধ থাকায় সোমবার থেকেই শুরু হয়েছে স্কুল খোলার প্রস্তুতি। পরিষ্কার, পরিচ্ছন্নতার দিকে নজর দিচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি, এতদিন ছুটি থাকায় স্কুল খুললে সিলেবাস কমপ্লিটের দিকে এবার বাড়তি নজর দেবে শিক্ষক, শিক্ষিকারা। অতিরিক্ত ক্লাস নিয়ে পড়ুয়াদের সিলেবাস কমপ্লিট করানো হবে।

গরমের ছুটি

Related Articles