শিক্ষার খবর

রাজ্যে স্কুল কবে খুলবে? কি ভাবছে শিক্ষা দপ্তর জানুন বিস্তারিত

Advertisement

একটানা গরমে নাজেহাল পশ্চিমবঙ্গ। এর মধ্যে শনিবার বিক্ষিপ্ত বৃষ্টিপাতের জেরে কিছুটা স্বস্তি এসেছে বঙ্গে। শিক্ষা মহলের দাবি, আর দেরি না করে এবার খোলা উচিত স্কুল। সিলেবাস শেষের চাপে চিন্তান্বিত রাজ্যের পড়ুয়ারা। শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছিল, আবহাওয়ার পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, সাময়িক স্বস্তি মিললেও সম্পূর্ণ নিশ্চিন্ত হওয়ার উপায় নেই। আবারও ফিরতে পারে অস্বস্তিকর গরম। ইতিমধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের এই বৃষ্টিপাতই আদতে বর্ষা আসার বার্তা। কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা কবে আসবে তা নিয়ে এখনও ধন্দে আবহাওয়া বিজ্ঞানীরা। অতএব আবহাওয়া পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে বদলাতে পারে ছুটির হিসেব। অত্যাধিক তাপ না বাড়লে হয়তো খুব শিগগির স্কুল খুলে যাবে বঙ্গে।

আরও পড়ুনঃ রাজ্যের স্কুলে গরমের ছুটি নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন ১৫ জুন পর্যন্ত চলবে গ্রীষ্মাবকাশ। তারপরেই সম্ভবত চালু হতে চলেছে বিদ্যালয়ের পঠনপাঠন। এ বিষয়ে শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে শিক্ষা দফতর। উল্লেখ্য, রাজ্যের সরকারি স্কুলগুলির পাশাপাশি বেসরকারি বহু স্কুল ১৫ জুন পর্যন্ত ছুটি ঘোষণা করেছে। চলছে অনলাইনের মাধ্যমে পঠনপাঠন প্রক্রিয়া।

চাকরির খবরঃ রাজ্যের গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে কর্মী নিয়োগ চলছে

join Telegram

Related Articles