রাজ্যের শিক্ষকদের জন্য এবার দারুণ সুখবর নিয়ে এল মমতা সরকার। নয়া শিক্ষানীতির সিদ্ধান্ত মোতাবেক এবার বেতন বাড়তে চলেছে তাঁদের। সোমবার রাজ্য মন্ত্রীসভার বৈঠকে যে শিক্ষানীতি অনুমোদিত হয়েছে সেখানে এই সিদ্ধান্ত হয়েছে। এর পাশাপাশি শিক্ষকদের পারফরম্যান্স অনুসারে তাঁদের পদন্নোতি হবে বলেও উল্লেখ রয়েছে শিক্ষানীতিতে। অর্থাৎ পুজোর আগেই রাজ্য সরকারের এই সিদ্ধান্তে মুখের হাসি চওড়া হয়েছে শিক্ষক-শিক্ষিকাদের।
সূত্রের খবর, সরকার তরফে সুখবর এসেছে মূলত পার্শ্বশিক্ষকদের জন্য। অনেকদিন ধরেই প্যারা টিচাররা যে সহকারী শিক্ষকের মর্যাদা চেয়ে এসেছেন সেদিকে এবার কর্ণপাত করতে চলেছে রাজ্য সরকার। তাঁদের দাবি-দাওয়া পূরণের বিষয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে। তবে সবদিক খতিয়ে দেখে যাবতীয় সিদ্ধান্ত নেবে সরকার। রাজ্যের স্কুল গুলিতে মোট পার্শ্বশিক্ষকদের সংখ্যা ও তাঁরা কিভাবে কাজ করছেন এই দিকগুলিও বিবেচনা করা হবে। যোগ্যতার নিরিখে পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুনঃ শীঘ্রই বিপুল শূন্যপদে শিক্ষক নিয়োগ রাজ্যে
এছাড়া, সহকারী শিক্ষকদের পদন্নোতির ব্যাপারেও চিন্তাভাবনা চলছে রাজ্যে। শিক্ষকদের বার্ষিক মূল্যায়নের জন্য চালু করা হচ্ছে পারফরম্যান্স ইনডিকেটর। প্রসঙ্গত, রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে অবশ্যই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন শিক্ষা মহল। এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন তাঁরা।তবে বিশেষজ্ঞদের মতে, পার্শ্ব শিক্ষকদের পদন্নোতির কারণে স্থায়ী শিক্ষকদের নিয়োগ যাতে না থামে সেদিকে যেন খেয়াল রাখে রাজ্য সরকার।