শিক্ষার খবর

কাল থেকে কি স্কুল খুলছে? পড়ুন বিস্তারিত প্রতিবেদন

Advertisement

বৈশাখের তীব্র দাবদাহে এগিয়ে এসেছিল গরমের ছুটি। তাপপ্রবাহের সতর্কতা জারি করে আবহাওয়া দপ্তর। এহেন পরিস্থিতিতে স্কুল, কলেজে পড়া ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে এক সপ্তাহের ছুটি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তবে এবার বৃষ্টি হওয়ার ফলে পরিস্থিতি কিছুটা ঠিক হতে সোমবার থেকে ফের স্কুল, কলেজগুলি খুলে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে।

গত রবিবার রাজ্যের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ২২শে এপ্রিল পর্যন্ত রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি (দার্জিলিং ও কালিম্পং ছাড়া) সর্বত্র বন্ধ থাকবে। পাশাপাশি এও বলা হয়, আগামী বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে রাজ্যের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলি। এদিকে, রাজ্যে বৃষ্টি হলেও এখনও পর্যন্ত স্কুল, কলেজ খোলার বিষয়ে নয়া বিজ্ঞপ্তি আসেনি উচ্চ শিক্ষা দপ্তরের তরফে। ফলে আদৌ সোমবার থেকে স্কুল, কলেজ খুলবে কিনা তা নিয়ে বিভ্রান্তিতে অভিভাবক ও পড়ুয়ারা। সূত্রের খবর, এ প্রসঙ্গে শিক্ষা দপ্তরের এক আধিকারিকের বক্তব্য, ছুটি এক সপ্তাহের জন্যই ছিল। ফলে সোমবার থেকে পঠনপাঠন চালু হবে সেটাই স্বাভাবিক।

আরও পড়ুনঃ মাধ্যমিক রেজাল্ট ২০২৩ 

প্রসঙ্গত, তাপপ্রবাহ কাটিয়ে স্বস্তির বৃষ্টি নেমেছে বঙ্গে। বৃষ্টিপাতের ফলে নেমেছে উর্ধ্বমুখী পারদ। এহেন বাতাবরণে সোমবার থেকে পঠনপাঠন শুরু করার প্রস্তুতি নিচ্ছে রাজ্যের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান। সরকারি নির্দেশ অনুসারে আগামী ২মে থেকে শুরু হচ্ছে গ্রীষ্মাবকাশ। তার আগে সিলেবাস এগিয়ে রাখতে চাইছে শিক্ষা প্রতিষ্ঠানগুলি।

join Telegram

Related Articles