রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। ফের নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। যাবতীয় জটিলতা কাটিয়ে প্রকাশ হতে চলেছে একগুচ্ছ শূন্যপদের নিয়োগ বিজ্ঞপ্তি। সূত্রের খবর, পুজোর আগেই নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে কমিশন। নিয়োগ পরীক্ষার আয়োজন হতে পারে ডিসেম্বরের শেষ কিংবা জানুয়ারির প্রথম দিকে। অতি শীঘ্রই এ বিষয়ে বিস্তারিত জানাবে এসএসসি।
কিছুদিন আগেই জানা গিয়েছিল, চলতি বছরের মধ্যে ফের একবার প্রাইমারি টেটের আয়োজন করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। কিন্তু আদালতে চলা মামলার কারণে নতুন নিয়োগ নিয়ে এখনও ধন্দ রয়েছে। অন্যদিকে স্কুল সার্ভিস কমিশনেরও একাধিক মামলা আদালতে বিচারাধীন। ফলে নতুন নিয়োগ শুরু হতে কতদিন লাগবে, তা নিয়ে ক্রমশ জমছে সংশয়ের মেঘ। এদিকে সূত্রের খবর, স্কুল সার্ভিস কমিশনের তরফে জানা যাচ্ছে, এসএসসি সংক্রান্ত মামলাগুলি কোর্টের নির্দেশ অনুযায়ী চলবে। তার মাঝে আদালত থেকে স্পেশাল অর্ডার নিয়ে বা কোর্ট মনিটরিং করে বিজ্ঞপ্তি প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। অন্যদিকে, আপার প্রাইমারির নিয়োগ জটিলতা মিটবে বলেও খবর পাওয়া যাচ্ছে। উচ্চ প্রাথমিকের নিয়োগ ও কাউন্সেলিং সংক্রান্ত তথ্য জানা যাবে ১৯ সেপ্টেম্বরের পর।
আরও পড়ুনঃ মাধ্যমিক পাশ চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর দিল রাজ্য সরকার
শুধু তাই নয়, ২০১৪ ও ২০১৭ সালের আপার প্রাইমারি টেট থেকে বাদ যাওয়া বিএড প্রার্থীদের জন্য আপার প্রাইমারির টেট বিজ্ঞপ্তিও প্রকাশ পেতে পারে শীঘ্রই। প্রসঙ্গত, রাজ্যে উচ্চপ্রাথমিকের নিয়োগ জট অব্যাহত। এর পাশাপাশি নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণীর নিয়োগে গতি না আসায় অসন্তোষ বাড়ছে চাকরিপ্রার্থীদের মধ্যে। মাঝে মধ্যেই গণ আন্দোলনে, ধর্ণা ও বিক্ষোভের মাধ্যমে নিজেদের বক্তব্য প্রকাশ করছেন তাঁরা। এদিকে কমিশনের কথায়, আদালতে চলা মামলার কারণে বারবার থমকে যাচ্ছে নিয়োগ প্রক্রিয়া। কবে এই সমস্যার ফয়সালা হবে? আদৌ নিয়োগ মিলবে? প্রশ্ন তুলেছিলেন চাকরিপ্রার্থীরা। তবে এবার এ বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে কমিশন। শীঘ্রই কাটবে জটিলতার মেঘ।