রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। অবশেষে জট কাটিয়ে শিক্ষক নিয়োগে তোড়জোড় শুরু করল স্কুল সার্ভিস কমিশন। রাজ্য জুড়ে অবস্থিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নতুন বিধি প্রস্তুত করেছে এসএসসি। সেই বিধি এখন রাজ্য মন্ত্রীসভার অনুমোদন পেলেই একধাপ এগোবে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর আশ্বাস, আর কিছুদিনের মধ্যেই নিয়োগ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে।
ইতিমধ্যে রাজ্য জুড়ে অবস্থিত প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলের শয়ে শয়ে প্রধান শিক্ষকের পদ ফাঁকা। হয় অন্য কোনো শিক্ষককে দিয়ে সে পদের কাজ চলছে নয়তো ফাঁকাই পড়ে রয়েছে প্রধান শিক্ষকের পদ। ২০১৮ সালের পর থেকে কোনো নিয়োগ হয়নি। এদিকে চাকরি প্রার্থীরা ক্রমাগত নিয়োগের দাবি তুলছেন। এমতাবস্থায় শিক্ষক নিয়োগ বিধিতে আমূল বদল এনেছে এসএসসি। গত বছরের মে মাসে এ সংক্রান্ত প্রস্তাব জমা দেয় কমিশন। এই প্রস্তাবনায় উল্লেখ ছিল, এবার থেকে ওএমআর শিটে পরীক্ষা দিয়ে চাকরির আবেদন করতে হবে প্রার্থীকে। এছাড়া মূল্যায়ন পদ্ধতিতেও আনা হবে বদল।
আরও পড়ুনঃ রাজ্য জুড়ে ৫২৯৮ শূন্যপদে স্পেশাল এডুকেটর নিয়োগ
সূত্রের খবর, এখন থেকে স্টেট লেভেল বা রাজ্য স্তরে প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে। এছাড়া সম্প্রতি ব্রাত্য বসুর বক্তব্য, মন্ত্রীসভার আসন্ন বৈঠকে এসএসসির মাধ্যমে এই নিয়োগ সংক্রান্ত বিধি পেশ হবে ও অনুমোদন নিয়ে পাশ হবে। আর তারপরেই সংশ্লিষ্ট ক্ষেত্রে একধাপ এগোবে কমিশন। সব মিলিয়ে খুব শীঘ্রই রাজ্যের প্রধান শিক্ষক নিয়োগের জটিলতা কাটতে চলেছে বলেই খবর। সমস্ত বাধা কাটিয়ে নিয়োগ পেতে চলেছেন প্রার্থীরা।