চাকরির খবর

৬ হাজার শূন্যপদে ইন্টার্ন নিয়োগ, মাসিক বেতন ৫ হাজার টাকা

Advertisement

পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য বিরাট সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরে যেমন বিডিও অফিস, সাব ডিভিশনাল অফিস, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস সহ বিভিন্ন সরকার অধীনস্থ দপ্তর গুলিতে ইন্টার্ন নিয়োগ করা হবে। ইন্টার্ন দের প্রতি মাসে দেওয়া হবে নির্দিষ্ট হারে স্টাইপেন্ড।

স্টুডেন্ট ইন্সেন্টিভস স্কিম

এদিন ৩১ জানুয়ারি, সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে মোট ৬ হাজার ইন্টার্ন নিয়োগের ঘোষণা করেছেন। কিভাবে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, এই পদগুলিতে যোগদান করলে কি কাজ করতে হবে বিস্তারিত জানিয়ে দিলেন খোদ মুখ্যমন্ত্রী নিজেই।

শিক্ষাগত যোগ্যতা

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, এই প্রকল্পের নাম হলো ‘স্টুডেন্ট ইন্সেন্টিভস স্কিম’। এই প্রকল্পের মাধ্যমে প্রতি বছর ৬ হাজার শূন্যপদে পড়ুয়াদের ইন্টার্ন হিসেবে নিয়োগ করা হবে। যেকোনো স্নাতক স্তরের পাশ করা পড়ুয়ারা এই ইন্টার্ন পদে আবেদন করতে পারবেন। পাশাপাশি আইটিআই ও পলিটেকনিক পাশ করা পড়ুয়ারাও আবেদনযোগ্য। স্নাতক স্তরে ৬০ শতাংশ নম্বর থাকলেই আবেদন করা যাবে।

বয়স সীমা

আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে।

আরও পড়ুনঃ
বিডিও অফিসে গ্রূপ-সি কর্মী নিয়োগ
রাজ্যের কলেজে ক্লার্ক ও গ্রূপ-ডি কর্মী
কলকাতা মেট্রো রেলে মাধ্যমিক পাশে নিয়োগ

এই ইন্টার্নশিপের সময়সীমা থাকবে ১ বছর। তবে কর্মদক্ষতা অনুযায়ী ইন্টার্নশিপের সময়সীমা বৃদ্ধি হতে পারে। ইন্টার্নশিপ চলাকালীন মাসিক ৫ হাজার টাকা করে ভাতাও পাবেন পড়ুয়ারা। মুখ্যমন্ত্রী আরও জানান, ইন্টার্নশিপ সম্পূর্ণ করার পর একটি সার্টিফিকেট প্রদান করা হবে সংশ্লিষ্ট দপ্তরের তরফ থেকে। এই সার্টিফিকেটটি যেকোনো চাকরি কিংবা নতুন কোন কোর্সে ভর্তি হওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া যেতে পারে।

কিভাবে আবেদন করবেন?

এই ইন্টার্নশিপ নিয়োগের জন্য একটি বোর্ড গঠন করা হবে। সংশ্লিষ্ট বোর্ড আবেদন গুলি যাচাই করে ৬ হাজার প্রার্থী নির্বাচন করে নিযুক্ত করবেন। পড়ুয়ারা নিজ নিজ এলাকার রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে নিযুক্ত হওয়ার সুযোগ পাবেন।

এই নিয়োগের আবেদন প্রক্রিয়া এখনও শুরু হয়নি। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হলে ExamBangla.com -এর পাতায় সর্বপ্রথম প্রকাশিত হবে।

Related Articles