পশ্চিমবঙ্গ রাজ্যের ছাত্র-ছাত্রীদের গরমের প্রচণ্ড দাবদাহ থেকে নিছাদ দেওয়ার উদ্দেশ্যে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে অধিক পরিমাণে গ্রীষ্মকালীন ছুটির ঘোষণা করা হলো। পশ্চিমবঙ্গ রাজ্যের বেশ কিছু জেলা যেমন বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান বীরভূম কিংবা কোন কোন ক্ষেত্রে কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি ইত্যাদি জেলাগুলিতে প্রচন্ড পরিমাণে গ্রীষ্মকালীন তাপপ্রবাহ শুরু হয়ে যায় এপ্রিল মাসের শুরু থেকেই। প্রাথমিক শিক্ষা সংসদ কিংবা মধ্যশিক্ষা পরিষদের পক্ষ থেকে প্রতিবছরই প্রায় মেয়ে জুন মাস নাগাদ শুরু হয় গ্রীষ্মকালীন ছুটি। এই উদ্দেশ্যে বিগত বেশ কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে অধিক পরিমাণে ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এবারে মধ্যশিক্ষা পর্ষদ এই বিষয়ে অগ্রিম ছুটির ঘোষণা করল।
পশ্চিমবঙ্গ রাজ্যের একাধিক এলাকার ছাত্র-ছাত্রীদের গরমের প্রচন্ড তাপপ্রবাহের কারণে বিদ্যালয়ে গিয়ে অসুস্থ হয়ে পড়তে দেখা গিয়েছে। এর পাশাপাশি এপ্রিল মাসের শুরু থেকেই প্রচন্ড দাবদাহের প্রভাবে বিদ্যালয়ে যাওয়া আসা নিয়েও সমস্যা তৈরি হয়েছে। এই উদ্দেশ্যেই বিগত তিন চার বছর ধরে পশ্চিমবঙ্গ রাজ্যের একাধিক জেলায় প্রচন্ড গরম করার কারণে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে এক মাসেরও অধিক সময় ধরে অনিশ্চিত কালের জন্য গ্রীষ্মকালীন অবকাশের ঘোষণা করা হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই জানিয়েছেন, অন্য সকল কিছুর আগে রাজ্যের কাছে গুরুত্বপূর্ণ ছাত্র-ছাত্রীদের জীবন এবং স্বাস্থ্য।
তবে অনেক সময় এই দীর্ঘকালীন ছুটির কারণে সিলেবাস শেষ করতে হিমশিম খেতে হয়েছে শিক্ষকবৃন্দ থেকে শুরু করে ছাত্র-ছাত্রী সকলকেই। এখনো পর্যন্ত বহু বিদ্যালয় অনলাইন মাধ্যমে লেখাপড়ার প্রচলন করতে সক্ষম হয়নি। মূলত পশ্চিমবঙ্গ রাজ্যের গ্রামাঞ্চলে অবস্থিত শিক্ষা কেন্দ্র গুলির পক্ষ থেকে ছাত্রছাত্রীদের অনলাইন মাধ্যমে শিক্ষা প্রদান করা প্রায় অসম্ভব। এই কারণেই এবার মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে গ্রীষ্মকালীন ছুটির দিন বৃদ্ধি করা হলো।
আরও পড়ুনঃ 2025 মাধ্যমিক রেজাল্ট কবে বেরবে? কি জানালো মধ্যশিক্ষা পর্ষদ
২০২৫ সালের বার্ষিক ছুটির তালিকা মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে বহু মাস আগেই প্রকাশ করে দেওয়া হয়েছে। এই তালিকাটি দেখলে দেখা যাচ্ছে, এই বছরে মোট ১১ দিনের জন্য গ্রীষ্মকালীন ছুটির ঘোষণা করেছে মধ্যশিক্ষা পর্ষদ। বিগত বছরে ঘোষিত ছুটির পরিমাণ ছিল ১০ দিনের। যদিও সেই ছুটির সময়কাল শুরু হওয়ার পূর্বেই রাজ্য সরকারের পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য বিদ্যালয় বন্ধের ঘোষণা করে দেওয়া হয়।
সরকারের পক্ষ থেকে যেহেতু প্রায় প্রতিবছরেই গ্রীষ্মকালীন ছুটি বৃদ্ধি করা হচ্ছে, তাই এই বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে কেন সঠিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না সেই বিষয়েও দাবি উঠেছিল। যদিও ২০২৫ সালে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে প্রকাশিত বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী ১২ মে থেকে একটানা ২৩ শে মে পর্যন্ত মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা গ্রীষ্মকালীন ছুটি উপভোগ করতে পারবেন। যদিও এক্ষেত্রে পরিস্থিতির উপর নির্ভর করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে ছুটির সময়সীমা বৃদ্ধি করা হতে পারে।