শীতের শেষ হতে না হতেই গরমের কবলে পশ্চিমবঙ্গ। সবেমাত্র পেরিয়েছে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাস। এর মধ্যেই উত্তপ্ত বাংলার শহর। তাহলে রাজ্যের বিদ্যালয় গুলিতে কবে থেকে ছুটি শুরু হচ্ছে? গরমের মধ্যে প্রায় প্রতি বছরেই বাঁকুড়া পুরুলিয়া বীরভূম ইত্যাদি জেলার বিদ্যালয় গুলিতে প্রচন্ড গরমের সঙ্গে লেখাপড়া করতে হয় ছাত্র-ছাত্রীদের। কোন কোন ক্লাসরুমে একটা বা দুটো পাখা থাকার কারণে অত্যন্ত কষ্টের ছোট ছোট ছাত্র-ছাত্রীদের অনেক সময় শরীর খারাপ হয়ে যেতেও দেখা গিয়েছে। সেই কারণেই বিগত বেশ কয়েক বছর পর্ষদের ছুটির আগেই মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে আগাম গ্রীষ্মকালীন ছুটির ঘোষণা করা হয়েছে। এই বছরে কবে থেকে পড়তে চলেছে রাজ্যের বিদ্যালয় গুলিতে গ্রীষ্মাবকাশ? জানতে হলে অবশ্যই পড়ুন এই প্রতিবেদনটি।
পশ্চিমবঙ্গ রাজ্যের বিদ্যালয় গুলিতে ছুটির পূর্বাভাস:
বিগত প্রায় কয়েক বছরের ফ্রেন্ড লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে পর্ষদের পক্ষ থেকে গ্রীষ্মকালীন ছুটির তারিখ শুরু হওয়ার আগে থেকেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের জন্য ঘোষণা করা হচ্ছে আগামী গ্রীষ্মকালীন ছুটি। এর কারণ অনুসন্ধান করলে জানা যাচ্ছে বিগত প্রায় কয়েক বছর ধরেই পশ্চিমবঙ্গ রাজ্যে বিপুল পরিমাণে তপপ্রবাহ চলছে। এই কারণে গরম কালে ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ের গাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। যদিও বা কোন ছাত্র-ছাত্রী তাপপ্রবাহের পরোয়া না করে বিদ্যালয় গিয়ে পৌঁছয়, তাদের বেশিরভাগ সময়ই অসুস্থ হয়ে পড়তে হয়েছে।
এই সমস্ত ঘটনাগুলি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে পৌঁছানো মাত্রই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে রাজ্যের বিদ্যালয় গুলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এই বছরেও জানুয়ারি মাস শেষ হতে না হতেই রাজ্য জুড়ে বাড়ছে গরমের দাবদাহ। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্যের বেশ কিছু জেলায় অতিরিক্ত গরমের কারণে ঘর থেকে বেরোনো প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। মার্চ মাসের মধ্যেই এত অধিক পরিমাণে গরম পড়ে যাওয়ায় পশ্চিমবঙ্গ রাজ্যের বিদ্যালয় গুলিতে আবারো ঘোষণা হতে চলেছে গ্রীষ্মকালীন ছুটির।
আরও পড়ুনঃ মাধ্যমিক পাশে ৫ টি স্কলারশিপের খবর, এখানে আবেদন করলে বার্ষিক ১৫০০০ টাকা পাওয়া যাবে
মধ্যশিক্ষা পর্ষদের ঘোষণা:
বছরের শুরুতেই ছুটির তালিকা প্রকাশের মাধ্যমে মধ্যশিক্ষা পর্ষদের দ্বারা গ্রীষ্মকালীন ছুটির সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। যেখানে স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে যে ২০২৫ সালের মে মাসের ১২ তারিখ থেকে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্যের বিদ্যালয়গুলির গ্রীষ্মাবকাশ। ওইদিন থেকে শুরু হয়ে মে মাসের ২৩ তারিখ পর্যন্ত রাজ্যের সমস্ত মাধ্যমিক স্তরের বিদ্যালয়গুলির বন্ধ থাকবে।
যদিও বছরের আবহাওয়া এবং গরমের তাপপ্রবাহের পরিমাণের উপর নির্ভর করে পরবর্তী সময়ে রাজ্য সরকারের পক্ষ থেকে এই ছুটির সময়সীমা বাড়ানো হতে পারে বলে মনে করছেন অনেকেই। বিগত বছরের মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে গ্রীষ্মাবকাশ হিসাবে মাত্র ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছিল। যেখানে চলতি বছরের ছুটির পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। যদিও গ্রীষ্মাবকাশ মিলিয়ে বার্ষিক মোট ছুটের পরিমাণ গত বছরের সাথে সমপরিমাণ রাখা হয়েছে। এই বছরে সব মিলিয়ে মোট ৬৫ দিনের ছুটি পেতে চলেছে ছাত্র-ছাত্রীরা।
আরও পড়ুনঃ মাধ্যমিক রেজাল্ট কবে প্রকাশিত হবে? তাড়াতাড়ি দেখে নিন বিস্তারিত আপডেট
যদিও বছরের প্রায় শুরু থেকেই গরমের তপপ্রবাহ বাড়তে চলেছে তবুও বিদ্যালয়ে গুলিতে অনির্দিষ্ট কালের জন্য ছুটি ঘোষণা করা হলে সিলেবাস শেষ করা নিয়ে সমস্যার মুখে পড়তে হয় ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাকে। এই নিয়ে বিগত বছরে প্রচুর পরিমাণে বিতর্ক সৃষ্টি হয়েছিল। এর পাশাপাশি দীর্ঘকালীন গ্রীষ্মাবকাশের মাঝে বহু বিদ্যালয়ে অনলাইন মাধ্যমে পঠন-পাঠনের কাজ চালানো সম্ভবপর হয়ে উঠছে না। এর ফলে বিদ্যালয়ে খোলার পর চাপ বাড়ছে ছাত্রছাত্রীদের উপর। এই সমস্ত দিকগুলি বিচার করে এই বছরে গ্রীষ্মকালীন ছুটির ঘোষণা করেছে মধ্যশিক্ষা পর্ষদ।