প্রচন্ড গরমে জীবন অতিশয় হয়ে উঠছে আমজনতার। সূর্যের প্রবল তাপে কাহিল হয়ে যাচ্ছে শরীর। এই পরিস্থিতিতে স্কুল কিভাবে হবে, ছাত্র- ছাত্রীদের তীব্র গরম থেকে রক্ষা করে কিভাবে স্কুল চালিয়ে যাওয়া সম্ভব তা নিয়ে প্রশ্ন উঠছিল বিভিন্ন মহলে। পূর্বে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, এ নিয়ে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হবে এবং পুরো ব্যাপারটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো হবে। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনিই।
এদিন নবান্নে বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা দপ্তরকে পরামর্শ দেন রাজ্যের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে গরমের ছুটি ঘোষণা করা হোক আগামী 2 রা মে থেকে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান, প্রচন্ড গরম সহ্য করতে পারছে না পড়ুয়ারা। টিফিন খেতে গিয়ে অনেকে অসুস্থ হয়ে পড়ছে। এছাড়াও বিদ্যুৎ, জলের সমস্যা এলাকাভিত্তিক ভাবে রয়েছে। অনেকের নাক দিয়ে রক্ত পড়ছে। অজ্ঞান হয়ে যাচ্ছে।
আরও পড়ুনঃ
বিডিও অফিসে ১২ হাজার টাকা বেতনের চাকরি
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে গ্রূপ- ডি কর্মী নিয়োগ
রাজ্যে আশা কর্মী নিয়োগ চলছে
এই পরিস্থিতিতে যদি শিক্ষা দপ্তরের আপত্তি না থাকে তাহলে গ্রীষ্মের ছুটি এগিয়ে 2 রা মে থেকে দেওয়া যেতে পারে। তবে, কতদিন পর্যন্ত ছুটি থাকবে ঐ বিষয়ে তেমন কিছু বলেননি তিনি। এ বিষয়ে শিক্ষা দপ্তরকে পর্যালোচনা করতে নির্দেশ দেন তিনি। তবে জুনের ১৫- ২০ তারিখ পর্যন্ত ছুটি থাকতে পারে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গুলোতেও যেন গরমের ছুটি 2 রা মে থেকে ঘোষণা করা হয় সেদিকে বিশেষ নজর দেওয়ার কথা বলেছেন তিনি।
চাকরি ও শিক্ষা সংক্রান্ত যেকোনো আপডেট বাংলা ভাষায় পেতে প্রতিদিন ExamBangla.com -এর পাতায় চোখ রাখুন।